অনলাইন প্রতিনিধি :-ভারতের জীববৈচিত্র্যের মুকুটে জুড়ল নয়া পালক।দীর্ঘ ১২১ বছর পর ভারতে খোঁজ মিলল বিরল নীল রঙের পিঁপড়ের। উত্তর পূর্ব ভারতের সিয়াঙ উপত্যকায় খোঁজ মিলেছে মেটালিক নীল রঙের বিরল প্রজাতির এই পিঁপড়ের। এধরনের প্রজাতির পিঁপড়ের গা এতই চকচকে ধাতুর মতো যে জঙ্গলে বিজ্ঞানীরা খোঁজ করার সময় চমকে যান, ভাবেন চকচকে কোনো ধাতু পড়ে রয়েছে।সিয়াঙ উপত্যকার প্রত্যন্ত ইয়েনকু গ্রামে এক সন্ধ্যায় মাটির রাস্তার পাশে গাছের গুঁড়ির ১০ ফুট ওপরে পরীক্ষা চালানোর সময় ২টি চকচকে গা- ওয়ালা পোকামাকড় দেখেন।পরে পরীক্ষা করে দেখেন বিজ্ঞানীরা যে ওই পোকাগুলি আদতে পিঁপড়ে।
পিঁপড়ের গায়ের রঙ, মাথা ও দেহের আকার পরীক্ষা করে নিশ্চিত হন বিজ্ঞানীদের দল। নয়া প্রজাতির পিঁপড়ের বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘পারাপারাট্রেকইনা নীলা’। গায়ের রঙ নীল বলে বৈজ্ঞানিক নামের মধ্যে ‘নীলা’ রাখা হয়েছে।১৯০২ সালের পর এই প্রথমবার এই প্রজাতির পিঁপড়ের খোঁজ মিলল।তাও আবার ভারতে। এখনো পর্যন্ত এই জিনের অন্তর্ভুক্ত ৩৮ রকমের প্রজাতির ক্ষুদ্র পিঁপড়ের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারত ছাড়া আফ্রিকা, অস্ট্রেলিয়া আর এশিয়ার মহাদেশের মোট ১৭টি দেশে এই নীল পিঁপড়ের খোঁজ মিলেছে।
নতুন এই প্রজাতির পিঁপড়ে লম্বায় ০.০৮ ইঞ্চি।তবে চোখ ২টি মাথার তুলনায় অস্বাভাবিক বড়ো।পতঙ্গ বা প্রাণী জগতে মেটালিক নীল গায়ের রঙ একেবারে বিরল। তাই সেদিক থেকে নয়া প্রজাতির পিঁপড়ে একেবারে আলাদা।তবে কীভাবে গায়ের রঙ এত চকচকে নীল রঙের হল তা নিয়েই এখন গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীদের।’জু- কিস্’ নামের প্রাণিবিজ্ঞান সম্পর্কিত সাময়িকীতে জুলাই মাসের সংখ্যায় এই তথ্য প্রথম প্রকাশ পেয়েছে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…