অনলাইন প্রতিনিধি :-সংস্কৃতির শহর ধর্মনগর প্রায়ই নানা কারণে সংবাদে উঠে আসে। এবার ধর্মনগরের সাথে যুক্ত হতে পারে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বাসস্থান হিসাবে। এমনই এক প্রবীণ ব্যক্তির খোঁজ পাওয়া গেলো ধর্মনগর থানার অন্তর্গত যুবরাজনগর গ্রামের ভিতরগুল পাঁচ নম্বর ওয়ার্ডে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, ওই প্রবীণ ব্যক্তির নাম সুরেন্দ্র নাথ। ভারত সরকার থেকে দেওয়া আধার কার্ড অনুযায়ী সুরেন্দ্র বাবুর জন্মতারিখ ১৮৯৫ সাল। সেই হিসাবে উনার বর্তমান বয়স ১২৮ বছর। তিনি আজও সুস্থ সবল ভাবে পরিবারের সদস্যদের নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছেন আনন্দে। তবে তাঁর স্মৃতিশক্তি কিছুটা কমেছে। পরিবারের লোকজন এবং সুরেন্দ্র বাবুর সাথে কথা বলে জানা গেছে , বর্তমান বাংলাদেশের উচাইল পরগণার দিকখুড়া গ্রামে ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতা ছিলেন স্বর্গীয় গুরু দয়াল নাথ ও মাতা স্বর্গীয়া কুমারী নাথ। ১৯৫০ সালে প্রথমে ধর্মনগরে আসেন। পেশায় ছিলেন একজন সবজি বিক্রেতা। বর্তমানে বয়সের ভারে আর ব্যবসা করতে পারেন না। সেই সময় তিনি দেওছড়া গ্রামে বসবাস করতেন। দুটি বাড়ি ছিল তাঁর। পরবর্তীতে তিনি যুবরাজনগর গ্রামে ভিতরগুল এলাকায় স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস শুরু করেন। বিয়ে করেছেন দুটি। প্রথম বিয়ে হয় পনেরো বছর বয়সে বাংলাদেশে।প্রথম স্ত্রীর বয়স ছিলো নয় বছর। প্রথম স্ত্রী যশোদা নাথ একশো পাঁচ বছর বয়সে মারা যান।এরপর সুরেন্দ্র বাবু দ্বিতীয় বিয়ে করেছেন ষাট বছর বয়সে। প্রথম স্ত্রী স্বর্গীয়া যশোদা নাথ সতেরো জন সন্তানের জন্ম দিয়েছিলেন। জন্মের পরেই একে একে তেরো সন্তানের মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী দীপ্তি রাণী নাথ। বর্তমানে বয়স ৭৫ বছর। তবে দ্বিতীয় সংসারে উনার কোন সন্তান নেই।
বর্তমানে, সব মিলিয়ে উনার পরিবারে ৮৮ জন সদস্য সদস্যা রয়েছে। সুরেন্দ্র বাবু এখনো সুস্থ আছেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…