১২ ইঞ্চি উচ্চতা বাড়াতে ৮৮ লাখ টাকা খরচ করেন মার্কিন বাসিন্দা।

এই খবর শেয়ার করুন (Share this news)

এবার লম্বা হওয়ার জন্য ৮৮ লক্ষ টাকা খরচ করলেন আমেরিকার টেক্সাসের এক বাসিন্দা।ওই ব্যক্তির উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি। অস্ত্রোপচার করে ৬ ফুট ১১ ইঞ্চি লম্বা হন তিনি।জানা গিয়েছে, ছোটবেলা থেকেই লম্বা হওয়ার ইচ্ছা ছিল ওই ব্যক্তির।উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি। কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না ওই ব্যক্তি।বরাবরই ৬ ফুট উচ্চতা চেয়েছেন তিনি। তাই অস্ত্রোপচারের করার সিদ্ধান্ত নেন টেক্সাসের বাসিন্দা আলফোন্সো ফ্লোরস।২৮ বছর বয়সে লিম্ব লাইটে নিং নামে অস্থির বিশেষ সার্জারি করান আলফোন্সো।লিপ্লাস্ট এক্স ইনস্টিটিউটের চিকিৎসক ডা. কেভিন দেবীপ্রসাদ এই অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের আগের এবং পরের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।ওই ছবিতেই স্পষ্ট যে ১২ ইঞ্চি উচ্চতা বেড়েছে ওই আলফোন্সোর। যদিও এই অস্ত্রোপচারের খরচ মোটেও কম নয়।বরং অনেক বেশি খরচ সাপেক্ষ।দেবীপ্রসাদের ওয়েবসাইট অনুযায়ী,এই অস্ত্রোপচার করতে খরচ হয়েছে ভরাতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা।চিকিৎসক দেবীপ্রসাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, লিম্বপ্লাস্ট এক্স এই কসমেটিক সার্জারি যথেষ্ট বেদনাদায়ক।পায়ের দুই হাড় ফিমার এবং টিবিয়াকে লম্বা করা হয়।এই কৌশলে, উচ্চতা বাড়ানোর জন্য একটি অস্ত্রোপচার করা হয়, কোনও ধরনের ওষুধ দেওয়া হয় না। এই অস্ত্রোপচারের সময়, ধাতব পেরেক ব্যক্তির উরুর হাড়গুলিতে স্থাপন করা হয়। এই ধাতব পেরেকগুলি সামঞ্জস্যযোগ্য এবং বিশেষজ্ঞরা রিমোটের মাধ্যমে কিছু সময়ের ব্যবধানে এগুলিকে লম্বা করে।এই প্রক্রিয়া তিন মাস স্থায়ী হয়। এই ধাতব পেরেকগুলি একটি চৌম্বকীয় রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং এগুলির মাধ্যমে দৈর্ঘ্য ৬ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়।অস্ত্রোপচারের নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে, এটি সম্পূর্ণ নিরাপদ এবং যে কেউ এটি করতে পারেন। তবে ক্রীড়াবিদ এবং প্রবীণদের এই অস্ত্রোপচারের ঝুঁকি না নেওয়াই ভাল।কারণ, এতে হাড় দুর্বল হয়ে পড়ে।এই বিষয়ে আলফোন্সো বলেন, ‘আমি জানি যে ৫ ফুট ১১ ইঞ্চি যথেষ্ট। কিন্তু অনেকেই আছেন যাদের স্বপ্ন থাকে আরও লম্বা হওয়া। ঠিক তেমনই আমিও লম্বা হতে চেয়েছিলাম। অস্ত্রোপচার করে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা হয়। আমি তারপরেও কোন কসুর ছাড়ি নি, যাতে উচ্চতা আরও ৫-৬ ইঞ্চি বাড়ানো যায়।একইসঙ্গে এই উচ্চতা ক্রীড়াক্ষেত্রেও আমার গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে হয়।’যদিও এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটেছে।ইরানের মহিলা সাহার তাবার হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে প্লাস্টিক সার্জারি করেন। বিভিন্ন বিকৃত ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে। ১৯ বছরের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলাও হয়। এই অপরাধে ১০ বছরের জন্য কারাদণ্ড হয় তার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

6 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

7 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

7 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

7 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

11 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

20 hours ago