Categories: বিজ্ঞান

১৩০০ কোটি বছর পুরোনো গ্যালাক্সি ধরা পড়ল নাসার টেলিস্কোপে

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রায় ১৩০০ কোটি বছর আগের গ্যালাক্সির সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ । সেই ছবি হোয়াইট হাউজে দাঁড়িয়ে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । উল্লেখ্য , প্রায় ১৪০০ কোটি বছর আগে ‘ বিগ ব্যাং ‘ বিস্ফোরণের পরই নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয়েছিল । সেই আদি নক্ষত্রপুঞ্জের একটি ধরা পড়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে । এই ছবি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন , ‘ ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ছবিটি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে । জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ অনুসন্ধানের জন্য এটি যুগান্তকারী । আমেরিকা এবং সমস্ত মানবজাতির জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত ।

১৩ বিলিয়নেরও বেশি পুরোনো … মহাবিশ্বের ইতিহাসে প্রাচীনতম নথিভুক্ত আলো- আমাকে আবার বলতে দিন- ১৩ বিলিয়ন বছর আগের এই আলো । ভাবা যায় ! ‘ ১৩০০ কোটি বছরের পুরানো চারটি গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি ‘ – র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক – এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল । গত জুলাই মাসের সংখ্যায় এই আবিষ্কারের কথা ঘোষণা করেছিল ‘ দ্য ন্যাশনাল অটোনমাস অব ইউনিভার্সিটি অব মেক্সিকো ‘ । একসঙ্গে খোঁজ মেলা চারটি গ্যালাক্সির নামও দিয়েছেন কার্লোস । এগুলি হল ; ‘ সেগ -১ ‘ , ‘ বুটস -১ ‘ , ‘ টুকানা ২ , ‘ উরসা মেয়র ১ ‘ । বয়সে বড় হলেও আকারে বেশ ছোট এই ৪ গ্যালাক্সি । বিজ্ঞানীদের কথায় , ‘ স্যাটেলাইট – গ্যালাক্সি ‘ । কারণ চাঁদ যেমন পৃথিবীকে আবর্তন করছে , তেমনই মিল্কিওয়ে গ্যালাক্সি কে ঘিরে পাক খাচ্ছে ‘ বুটস’রা । কালোর্সদের গবেষণাপত্রটি প্রকাশিত অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল ‘ – এ ।
ব্রহ্মাণ্ডের গ্যালাক্সিতে আছে প্রায় ৮০ হাজার কোটি তারা । পৃথিবীর থেকে সবচেয়ে কাছের ছায়াপথটি হল অ্যান্ড্রোমিডা । তাতে রয়েছে দেড় লাখ কোটি তারা । তবে নাসার টেলিস্কোপে ধরা পড়া ১৩০০ কোটি বছর পুরোনো এই গ্যালাক্সি আরও বড় বলে জানা গিয়েছে । বিজ্ঞানীদের আশা , এই নতুন তথ্যের সাহায্যে শীঘ্রই বিশ্বের জন্মরহস্য উদঘাটন করা সম্ভব হবে । বাইডেনের হাতে প্রকাশিত এই ওয়েব টেলিস্কোপের প্রথম ছবিটি সাড়া ফেলে দিয়েছে বিশ্বজোড়া বিজ্ঞানীমহলে। নাসার নতুন জেমস ওয়েব টেলিস্কোপটিও আগের হাবল টেলিস্কোপ থেকে অনেক বেশি শক্তিশালী বলে জানা গেছে । গত বছর ২৫ ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি মহাশূন্যের উদ্দেশে রওনা দেয় । পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে বর্তমানে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে এই টেলিস্কোপটি । টেলিস্কোপের মূল লক্ষ্য দু’টি , ব্রহ্মাণ্ডে জ্বলে ওঠা আদি নক্ষত্রগুলোর ছবি তোলা এবং দূরের গ্রহগুলো গ্রহগুলো প্রাণধারণের উপযোগী কিনা , তা খতিয়ে দেখা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago