১৩ ও ১৪ রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ঘূর্ণিঝড় মোকার তাণ্ডব চলতে পারে আগামী ১৩-১৪ মে।এর জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্বোত্তরের বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে।বর্তমানে এটির অবস্থান রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ার থেকে ৫৩০ কিমি দক্ষিণ পূর্বে,বাংলাদেশের বন্দর শহর কক্সবাজার থেকে ১৪৩০ কিমি দক্ষিণে এবং মায়ানমারের সিএওয়ে থেকে ১৩২০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে।এটি বুধবার সন্ধ্যা নাগাদ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার কথা।গভীর নিম্নচাপটি বুধবার রাতে মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।পরবর্তীতে তা অতি মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ নেবে।১৩ মে এবং ১৪ মে ঘূর্ণিঝড় মোকার দাপট চলবে।সেক্ষেত্রে বৃষ্টিপাত,অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড় সর্বোচ্চ ১৩০-১৪০ কিমি পর্যন্ত বয়ে যেতে পারে -এ রকম সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।১৩ তারিখই বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে।এই সময় ঝড়ের বেগ সর্বোচ্চ ১৩০-১৫০ কিমি পর্যন্ত হতে পারে স্থলভাগে প্রবেশের আগে পরে পর্যন্ত।আবহাওয়া দপ্তরের তরফে এজন্য ত্রিপুরায় আগামী ১৩-১৪ মে বৃষ্টিপাতের পূর্বাভাস জারী করেছে।বিশেষ করে ১৩ মে রাজ্যের বিচ্ছিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।১৪ মে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ নাগাল্যাণ্ড,মণিপুর এবং দক্ষিণ আসামের জন্যও সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের।উত্তাল হতে পারে বঙ্গোপসাগর,দক্ষিণ আন্দামান সাগর।এজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এদিকে রাজ্য প্রশাসনের তরফে সব জেলার জেলাশাসকদের মোকার সম্ভাব্য দাপট সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে ১৩-১৪ মে-র কথা মাথায় ”রেখে সম্ভাব্য প্রশাসনিক প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য প্রশাসনের তরফে এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট জরুরি বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।প্রশাসনের তরফে নদীর জল বাড়তে পারে বলে সতর্কতা জারি করে নদীর পাড়, অপেক্ষাকৃত নিম্ন এলাকা থেকে মানুষজনদের নিরাপদ দূরত্বে নেবার প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।পাম্পগুলি যাতে কাজ করে সহ সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্ট সহ আবহাওয়া দপ্তরের – সাথে প্রয়োজনে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় উপদেশ দেওয়া হয়েছে।

Dainik Digital

Recent Posts

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

3 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

3 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

5 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

5 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

6 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

6 hours ago