১৪ কোটি টাকার ব্রাউন সুগার আটক! গ্রেপ্তার দুই পেডলার!

 ১৪ কোটি টাকার ব্রাউন সুগার আটক! গ্রেপ্তার দুই পেডলার!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।।
গোপন সংবাদের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আটক করল প্রচুর পরিমাণ নেশা দ্রব্য ব্রাউন সুগার। ২৯ জুন ভোরে আমবাসা থানার পুলিশ অনেক কসরত করে আটক করে মিজোরাম থেকে ব্রাউন সুগার বহনকারী একটি দামী থার গাড়িকে। মহেন্দ্র কোম্পানির থার গাড়িটির নম্বর টিআর০১বিইউ০২৩৪। গাড়ি থেকে আটক করা হয় দুই নেশা পাচারকারী যুবককে। তাদের বাড়ি সিপাহীজলা জেলার বক্সনগরে। নাম পিকলু ভৌমিক এবং মাহবুল আলম। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩০০ টি প্যাকেটে মোট সারে তিন কেজি ব্রাউন সুগার উদ্ধার করে।

যার বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৮০ লক্ষ টাকা। বিশাল পরিমাণ নেশাদ্রব্য আটকের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জেলার পুলিশ সুপার অবিনাশ রাই বিস্তারিত জানিয়েছেন। আটক দুই নেশা কারবারি এর আগেও গঙ্গানগর থানা এলাকায় এবং কমলপুর থানা এলাকায় গ্রেপ্তার হয়েছিল। বিস্ময়কর ঘটনা হলো, ড্রাগস পাচারকারী গাড়িতে বর্তমান শাসক দলের একটি পতাকা পাওয়া গেছে। যা গাড়ির সম্মুখভাগে লাগিয়েই পাচারকারীরা মিজোরাম থেকে রাজ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ। পাচারকারীদের ধারণা ছিল শাসকদলের ফ্ল্যাগ দেখলে হয়ত গাড়ি আটকাবেনা পুলিশ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.