Categories: দেশ

১৪ থেকে কলকাতা রুটে বিমানসেবা স্বাভাবিক হচ্ছে

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী চৌদ্দ নভেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। কলকাতা বিমানবন্দরে রানওয়ের সংস্কার কাজের জন্য সেই বিমানবন্দরে বিমান নামা -উঠারক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ জারি করেছিল। তাতে ত্রিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত পনেরোদিনের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠায় এই বিধিনিষেধ জারি করা হয় ৷ তাতে কলকাতা বিমানবন্দরে নামা-উঠা করে এমন গোটা দেশের বিভিন্ন রুটের বিমানের পঞ্চাশ শতাংশের বেশি বিমান ছাঁটাই করা হয়। সেই কারণে আগরতলা-কলকাতা রুটের উভয় দিয়ে যাতায়াত করে এমন ছয়টি বিমান তুলে নেওয়া হয় । তার মধ্যে এয়ার ইণ্ডিয়ার একটি ১৪৪ আসনের এয়ারবাস ও ইণ্ডিগোর ১৮০ আসনের চারটি এয়ারবাস ও ৭৮ আসনের একটি এটিআর বিমান। আগে এগারোটি বিমান এই রুটে চলাচল করতো। ফ্লাইবিগ, এয়ার ইণ্ডিয়া ও ইণ্ডিগো মিলে মাত্র পাঁচটি বিমান গত ত্রিশ অক্টোবর থেকে চলাচল করছে। তাতে বিমান কমে যাওয়ায় বিমান টিকিটের প্রচণ্ড সঙ্কট দেখা দেয়। নতুন করে টিকিট কাটতে গিয়ে বিমান স্বল্পতায় টিকিট সঙ্কটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সঙ্কটাপন্ন রোগী সহ জরুরি কাজে এই রুটে যাতায়াত করতে গিয়ে বহু যাত্রী আটকে পড়েন ৷ কোনও কোনও দিনের কোনও কোনও বিমানের টিকিট মিললেও টিকিটের মূল্য তথা ভাড়া অস্বাভাবিক হয়ে যায়। নাগালের বাইরে চলে যায়। তারপরও অসহায় মানুষ নিরুপায় হয়ে সেই দুর্মূল্যে টিকিট নিয়েই কলকাতায় যাচ্ছেন ও কলকাতা থেকে আগরতলায় আসছেন। সেই
পরিস্থিতিতে আগামী চৌদ্দ নভেম্বর থেকে পুনরায় আগের মতো এই রুটের উভয় দিকে যাতায়াতে উঠিয়ে নেওয়া সবগুলি বিমান চালু হবে। এদিন থেকেই কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠার সেই বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে। আগের মতো এগারোটি বিমানই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে চালু হচ্ছে বলে বিমান বন্দর সূত্র জানিয়েছে। তাই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে যাতায়াতে যাত্রীচাপ কমে যাবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

3 weeks ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

3 weeks ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

3 weeks ago

নতুন রেখাপাত!!

অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…

3 weeks ago

বিধানসভায় নজিরবিহীন বাগ্বিতণ্ডা,দিশাহীন কসমেটিক লাগানো বাজেট, বিধানসভায় জিতেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাজ্যবিধানসভায় আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইলো।বাজেটের উপর সাধারণ আলোচনায় রাজ্য…

3 weeks ago

অপরাধ মামলা,বাড়ছে সাজার হার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২২ এবং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিভিন্ন অপরাধের মামলায় সাজার হার সুস্পষ্টভাবে…

3 weeks ago