Categories: দেশ

১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী র্ম

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। পার্লামেন্টের সেন্ট্রাল হলে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা।
সোমবার সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দিলেন দ্রৌপদী।দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। দ্রৌপদী বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে এক সঙ্গে চেষ্টা করতে হবে।’
এদিন শপথ নেওয়ার আগে রাজঘাটে গিয়ে জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান। পরে রামনাথ কোবিন্দ ও দ্রৌপদী মুর্মু একইসঙ্গে সংসদ ভবনে আসেন। এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রোপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথের প্রাক্কালে নজর কেড়েছে তাঁর বিশেষ শাড়ি।

দেশের প্রধান হিসেবে শপথের দিনে দ্রৌপদী মুর্মু পরনে চাপিয়েছেন তেরঙ্গা শাড়ি।
১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। রাজনীতিতে আসার আগে মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে পেশাগত জীবন শুরু করেছিলেন। পরে ওড়িশা সরকারের সেচ ও বিদ্যুত্‍ বিভাগে জুনিয়র সহকারি আধিকারিক হিসেবে কাজে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। ২০০০ এবং ২০০৪ সালে তিনি দুই মেয়াদে ওড়িশা বিধানসভার সদস্য হয়েছিলেন।

তার মধ্যে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জোট সরকারে মন্ত্রী ছিলেন। পরে বাণিজ্য ও পরিবহন এবং পরবর্তীকালে মত্‍স্য ও পশুপালন দফতরের দায়িত্বও পালন করেন। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন দ্রৌপদী। ২৫ জুলাই ২০২২ইং তিনি বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন। শুধু তাই নয়,ভারতের সর্ব কনিষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার রেকর্ডও তার দখলে গেলো।

Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

16 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

17 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

17 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

17 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

17 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

20 hours ago