মানুষ স্বভাবগত ভাবে বহুগামী । কিন্তু সমাজ তাকে একগামী করে রাখে , এমন কথা বলেন সমাজতাত্ত্বিকেরা । তবে এই ব্যক্তি যা করেছেন , তা সম্ভবত বহুগামিতার চরম বহিঃপ্রকাশ । বয়স ৬১। নিবাস পশ্চিম কেনিয়া । তার ১৫ জন স্ত্রী , সন্তান – সন্ততি মোট ১০৭ ! কিন্তু এত ‘ তাড়াতাড়ি ’ তিনি জীবনে সুখের ঘরে ইতি টানতে চান না । বিরাট পরিবার নিয়ে ওই ব্যক্তি ছোট্ট একটি গ্রামে থাকেন । প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা করে দায়িত্ব ভাগ করে দিয়েছেন । ফলে সতীনে – সতীনে কোনও বিবাদ নেই প্রৌঢ় মানুষটি মনে করেন , জীবনে তার এখনও আরও কিছু করার আছে । আরও কিছু— অর্থাৎ আরও কন্যার পাণি গ্রহণ করতে পারেন তিনি। বাবা হতে পারেন আরও সন্তানের। এই ‘ সুখী ’ ভদ্রলোক নিজের সম্পর্কে মনে করেন , ‘ একজন মহিলার জন্য আমি এখনও যথেষ্ট স্মার্ট ! ’ ধন্যি এই পুরুষের নাম ডেভিড সাকায়ো কালুহানা । তিনি পেশায় একজন ইতিহাসবিদ । ৪০০০ – এর বেশি বই তিনি পড়েছেন , এমনটাই দাবি করেন কালুহানা । তিনি নিজেকে না । তিনি নিজের রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন । উল্লেখ্য রাজা সলোমনের ৭০০ স্ত্রীছিল । স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কালুহানা বলেছেন , আমার মস্তিষ্ক প্রখর এবং তীক্ষ্ণ । সেই মগজকে পরিচালনা করার জন্য একজন মহিলা যথেষ্ট নয় । কেন একজন মহিলা যথেষ্ট নয় ? কালুহানার কথায় , ‘ কারণ আমার মাথার উপর অনেক ভার রয়েছে যা একজন মহিলা সামলাতে পারে না । সেই কারণেই আমি একাধিক বিয়ে করেছি । এখন আমার স্ত্রীর সংখ্যা ১৫ । কিন্তু এই সংখ্যাটা বেড়ে ২০ হলেও আমার কোনও অসুবিধা হতো না । আমি রাজা সলোমনের মতো । রাজা সলোমনের ৭০০ জন স্ত্রী এবং ৩০০ জন ক্রীতদাসী ছিল । সব মিলিয়ে এক হাজার স্ত্রী । কালুহানার স্ত্রীরাও স্বামীকে নিয়ে খুশি এবং গর্বিত । তার এক স্ত্রীর নাম জেসিকা । জেসিকা – কালুহানার ১৩ টি সন্তান। তার মধ্যে ২ টি বাচ্চা জন্মের কিছুদিনের মধ্যে মারা যায় । কালুহানা জেসিকাকে বিয়ে করেন ১৯৯৮ সালে। জেসিকা বলেন , “ আমরা শান্তিতে , একত্রে বাস করি । আমি আমার স্বামীকে খুব ভালবাসি । ‘ কালুহানার আর এক স্ত্রী ডুরিন কালুহানা । তিনি বলেন , “ আমি কাউকে হিংসা করি না । আমরা মিলেমিশে থাকি । ‘ জেসিকা বলেছেন , ‘ আমি কখনওই ডেভিডকে নতুন মহিলাদের প্রতি আকৃষ্ট হতে বলিনি , আবার ওকে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ঈর্ষাও করিনি ।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…