১৫ স্ত্রী ও ১০৭ সন্তান নিয়ে কেনিয়ায় সুখের সংসার

এই খবর শেয়ার করুন (Share this news)

মানুষ স্বভাবগত ভাবে বহুগামী । কিন্তু সমাজ তাকে একগামী করে রাখে , এমন কথা বলেন সমাজতাত্ত্বিকেরা । তবে এই ব্যক্তি যা করেছেন , তা সম্ভবত বহুগামিতার চরম বহিঃপ্রকাশ । বয়স ৬১। নিবাস পশ্চিম কেনিয়া । তার ১৫ জন স্ত্রী , সন্তান – সন্ততি মোট ১০৭ ! কিন্তু এত ‘ তাড়াতাড়ি ’ তিনি জীবনে সুখের ঘরে ইতি টানতে চান না । বিরাট পরিবার নিয়ে ওই ব্যক্তি ছোট্ট একটি গ্রামে থাকেন । প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা করে দায়িত্ব ভাগ করে দিয়েছেন । ফলে সতীনে – সতীনে কোনও বিবাদ নেই প্রৌঢ় মানুষটি মনে করেন , জীবনে তার এখনও আরও কিছু করার আছে । আরও কিছু— অর্থাৎ আরও কন্যার পাণি গ্রহণ করতে পারেন তিনি। বাবা হতে পারেন আরও সন্তানের। এই ‘ সুখী ’ ভদ্রলোক নিজের সম্পর্কে মনে করেন , ‘ একজন মহিলার জন্য আমি এখনও যথেষ্ট স্মার্ট ! ’ ধন্যি এই পুরুষের নাম ডেভিড সাকায়ো কালুহানা । তিনি পেশায় একজন ইতিহাসবিদ । ৪০০০ – এর বেশি বই তিনি পড়েছেন , এমনটাই দাবি করেন কালুহানা । তিনি নিজেকে না । তিনি নিজের রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন । উল্লেখ্য রাজা সলোমনের ৭০০ স্ত্রীছিল । স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কালুহানা বলেছেন , আমার মস্তিষ্ক প্রখর এবং তীক্ষ্ণ । সেই মগজকে পরিচালনা করার জন্য একজন মহিলা যথেষ্ট নয় । কেন একজন মহিলা যথেষ্ট নয় ? কালুহানার কথায় , ‘ কারণ আমার মাথার উপর অনেক ভার রয়েছে যা একজন মহিলা সামলাতে পারে না । সেই কারণেই আমি একাধিক বিয়ে করেছি । এখন আমার স্ত্রীর সংখ্যা ১৫ । কিন্তু এই সংখ্যাটা বেড়ে ২০ হলেও আমার কোনও অসুবিধা হতো না । আমি রাজা সলোমনের মতো । রাজা সলোমনের ৭০০ জন স্ত্রী এবং ৩০০ জন ক্রীতদাসী ছিল । সব মিলিয়ে এক হাজার স্ত্রী । কালুহানার স্ত্রীরাও স্বামীকে নিয়ে খুশি এবং গর্বিত । তার এক স্ত্রীর নাম জেসিকা । জেসিকা – কালুহানার ১৩ টি সন্তান। তার মধ্যে ২ টি বাচ্চা জন্মের কিছুদিনের মধ্যে মারা যায় । কালুহানা জেসিকাকে বিয়ে করেন ১৯৯৮ সালে। জেসিকা বলেন , “ আমরা শান্তিতে , একত্রে বাস করি । আমি আমার স্বামীকে খুব ভালবাসি । ‘ কালুহানার আর এক স্ত্রী ডুরিন কালুহানা । তিনি বলেন , “ আমি কাউকে হিংসা করি না । আমরা মিলেমিশে থাকি । ‘ জেসিকা বলেছেন , ‘ আমি কখনওই ডেভিডকে নতুন মহিলাদের প্রতি আকৃষ্ট হতে বলিনি , আবার ওকে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ঈর্ষাও করিনি ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

13 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

13 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

13 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

13 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago