১৫ হাজার ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ বুথ পেল ‘মডেল পোলিং স্টেশন’-এর তকমা!!

 ১৫ হাজার ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ বুথ পেল ‘মডেল পোলিং স্টেশন’-এর তকমা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-স্পিটি ভ্যালির ১৫ হাজার ২৫৬ ফিট উঁচুতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পোলিং স্টেশন বা ভোটগ্রহণ কেন্দ্র।এবার তাশিগাংয়ের সেই ভোটগ্রহণ কেন্দ্রকে ‘মডেল পোলিং স্টেশন’ হিসেবে ঘোষণা করা হল।তাশিগাংয়ে মাত্র ৬২ জন ভোটার রয়েছেন।এদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ২৫ জন মহিলা।বিশ্বের সর্বোচ্চ পোলিং স্টেশন বলে তাশিগাং পোলির স্টেশন অবশ্যই স্পেশ্যাল’- বললেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রাহুল জৈন।২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে এই পোলিং স্টেশনটি তৈরি করা হয় এবং সেবার এখানে একশো শতাংশ ভোটদানের রেকর্ড তৈরি হয়। চিনের সীমান্তে অবস্থিত এই তাশিগাং ভোটগ্রহণ কেন্দ্র এবং গিউ ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর ভোটগ্রহণ হিসেবেও সবেও ঘোষণা করা
হয়েছে।আর সেজন্য আলাদাভাবে নিরাপত্তারও ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশনের তরফে।গোটা নির্বাচন প্রক্রিয়ায় কমিশনের তরফে এই বুথের জন্য মোট ১৬৮ জন পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে।তিনটি টেম্পোতে করে ভোটের যাবতীয় সরঞ্জাম এবং ভোটকর্মীদের পাঠানো হয়েছে ওই এলাকায়।ভোট যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই এলাকায় যাতে সর্বোচ্চ ভোটদান হয় সেজন্য স্পিটির সব বাসিন্দাদের কাছে ভোট দিতে যাওয়ার আবেদন জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রাহুল জৈন।স্বচ্ছ এবং
অবাধ নির্বাচন করানোর জন্য ভোটকর্মীদেরও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এই আধিকারিক।রাহুল জৈন বলেন,’ভোট শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় সব নির্দেশ দেওয়া হয়েছে।একটা ছোট ভুলও গোটা ভোটগ্রহণ পর্বকে বিঘ্নিত করতে পারে।’

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.