Categories: বিদেশ

১৬৫ কিলোমিটার ট্র‍েক করে তুষার চিতার অত্যাশ্চর্য ছবি ক্লিক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি দেখতে পাই যেগুলোর মধ্যে কিছু কিছু ছবি আমাদের দৃষ্টি আকর্ষণ করে মাত্রাতিরিক্ত হারে। ঠিক তেমনি একটি শ্বাসরুদ্ধ ছবি দেখে চমকে উঠেছে সোশ্যাল মিডিয়া। ছবিটি হল একটি তুষার চিতার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, একটি পর্বত শৃঙ্গের উপর বসে আছে একটি তুষার চিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার কিত্তিয়া পাওলোক্সি নেপালের বিচ্ছিন্ন খুম্বু উপত্যকায় ছবিটি তুলেছেন।ইনস্ট্রাগ্রামে সেই তুষার চিতার ছবি পোস্ট করে, তুষার চিতাবাঘটিকে খুঁজে বের করার জন্য তার ভ্রমণের বিবরণ দেন পাওলোক্সি। সাধারণত তুষার চিতা ‘পাহাড়ের ভূত’ নামেও পরিচিত। কারণ খুবই বিরল প্রজাতির প্রাণী হল এই তুষার চিতা। এই চিতা সহজে নজরে পড়ে না। আর সেই তুষার চিতার সন্ধান করার জন্য পাওলোক্সিকে প্রায় ১৬৫ কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়েছে বলে তিনি লিখেছেন তার পোস্টের নিচে। পায়ে হেঁটে ১৬৫ কিলোমিটার ভ্রমণ খুবই কষ্টকর বলে জানিয়েছেন পাওলোক্সি। যে তুষার চিতাটি নেপালের উজ্জ্বল তুষারাবৃত্ত পর্বতের পটভূমিতে পাওলোস্কির ফটোগ্রাফে ধরা পড়েছিল সেটি ফ্যান্টম অ্যালি নামক বরফের চূড়াগুলির একদম উপরে একটি খাদের পাশে বসে আছে বলে জানান পাওলোক্সি। এই আশ্চর্য ছবি ক্যাপচার করার বর্ণনা দিয়ে পাওলোক্সি লিখেছেন, ‘তুষার চিতাগুলি ভোর ও সন্ধ্যার সময় সবচেয়ে সক্রিয় থাকে। ভোর ৪টার দিকে আমি আমার বুট পরে ২৫ পাউন্ড ক্যামেরা ও গিয়ার নিয়ে গোরাক শেপের উত্তর-পূর্ব দিকে চলে গিয়েছিলাম এবং একটি হিমায়িত লেকবেড অতিক্রম করেছিলাম। তুষারময় পাহাড়ের ঢালগুলি এমনভাবে চিকচিক করছিল যেন তারা হিরে দিয়ে বপন করা হয়েছে।’ দর্শকদের জন্য নেপালের মার্কিন দূতাবাসের মতো সরকারি
সংস্থা এবং অ্যানিমেল প্ল্যানেটের মতো প্রকাশনাগুলিও এই ছবি শেয়ার করেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

9 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago