সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি দেখতে পাই যেগুলোর মধ্যে কিছু কিছু ছবি আমাদের দৃষ্টি আকর্ষণ করে মাত্রাতিরিক্ত হারে। ঠিক তেমনি একটি শ্বাসরুদ্ধ ছবি দেখে চমকে উঠেছে সোশ্যাল মিডিয়া। ছবিটি হল একটি তুষার চিতার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, একটি পর্বত শৃঙ্গের উপর বসে আছে একটি তুষার চিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার কিত্তিয়া পাওলোক্সি নেপালের বিচ্ছিন্ন খুম্বু উপত্যকায় ছবিটি তুলেছেন।ইনস্ট্রাগ্রামে সেই তুষার চিতার ছবি পোস্ট করে, তুষার চিতাবাঘটিকে খুঁজে বের করার জন্য তার ভ্রমণের বিবরণ দেন পাওলোক্সি। সাধারণত তুষার চিতা ‘পাহাড়ের ভূত’ নামেও পরিচিত। কারণ খুবই বিরল প্রজাতির প্রাণী হল এই তুষার চিতা। এই চিতা সহজে নজরে পড়ে না। আর সেই তুষার চিতার সন্ধান করার জন্য পাওলোক্সিকে প্রায় ১৬৫ কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়েছে বলে তিনি লিখেছেন তার পোস্টের নিচে। পায়ে হেঁটে ১৬৫ কিলোমিটার ভ্রমণ খুবই কষ্টকর বলে জানিয়েছেন পাওলোক্সি। যে তুষার চিতাটি নেপালের উজ্জ্বল তুষারাবৃত্ত পর্বতের পটভূমিতে পাওলোস্কির ফটোগ্রাফে ধরা পড়েছিল সেটি ফ্যান্টম অ্যালি নামক বরফের চূড়াগুলির একদম উপরে একটি খাদের পাশে বসে আছে বলে জানান পাওলোক্সি। এই আশ্চর্য ছবি ক্যাপচার করার বর্ণনা দিয়ে পাওলোক্সি লিখেছেন, ‘তুষার চিতাগুলি ভোর ও সন্ধ্যার সময় সবচেয়ে সক্রিয় থাকে। ভোর ৪টার দিকে আমি আমার বুট পরে ২৫ পাউন্ড ক্যামেরা ও গিয়ার নিয়ে গোরাক শেপের উত্তর-পূর্ব দিকে চলে গিয়েছিলাম এবং একটি হিমায়িত লেকবেড অতিক্রম করেছিলাম। তুষারময় পাহাড়ের ঢালগুলি এমনভাবে চিকচিক করছিল যেন তারা হিরে দিয়ে বপন করা হয়েছে।’ দর্শকদের জন্য নেপালের মার্কিন দূতাবাসের মতো সরকারি
সংস্থা এবং অ্যানিমেল প্ল্যানেটের মতো প্রকাশনাগুলিও এই ছবি শেয়ার করেছে।
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…
অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…
অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…