১৬ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু!!
অনলাইন প্রতিনিধি :- এক বিশ্রামগঞ্জেই রবিবার ষোলজন রোগীর শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও চিকিৎসকদের দাবি প্রত্যেকের শারীরিক অবস্থাই নাকি স্থিতিশীল এবং বর্তমানে এই ষোলজন রোগীই বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, রবিবার বিশ্রামগঞ্জে বেশ কয়েকজন রোগী জ্বর নিয়ে প্রাইভেট চেম্বারে আসে চিকিৎসার জন্য। প্রাথমিকভাবে ডাক্তারের সন্দেহ হওয়ায় এই ষোলজন রোগীকেই ডেঙ্গু টেস্টের জন্য প্রেসক্রাইব করা হয়। যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই বিশ্রামগঞ্জ বাজারের একটি প্রাইভেট ল্যাবরেটরি থেকে টেস্ট করান। আশ্চর্যজনকভাবে এই ষোলজন রোগীর ডেঙ্গু টেস্টের রিপোর্টই পজিটিভ আসে। ফলে প্রত্যেককেই সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। যথারীতি তারা হাসপাতালে ভর্তিও হন এবং বর্তমানে প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এ বিষয়ে সিপাহিজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, প্রত্যেকেই খোলা বাজারের প্রাইভেট ল্যাবরেটরি থেকে টেস্ট করিয়েছেন। তাছাড়া বেশিরভাগ প্রাইভেট ল্যাবরেটরিতে কিটের সাহায্যে টেস্ট করা হয়। ফলে এক্ষেত্রে অনেক সময় বিষয়টি নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। তাই প্রত্যেকের রক্তের নমুনা আগামীকাল জিবি হাসপাতালে পাঠানো হবে এলাইজার টেস্টের জন্য। যদি এলাইজার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তখনই তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনে জিবিতে রেফার করা হতে পারে। তাই জিবির এলাইজার টেস্টের রিপোর্ট ছাড়া এখনই কনফার্ম করে কিছু বলা সম্ভব হচ্ছে না।