Categories: দেশ

১৬ রাজ্যে মিলল জিকা ভাইরাস

এই খবর শেয়ার করুন (Share this news)

নিঃশব্দেই জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যেক প্রান্তে । এমনকী , এমন সব এলাকাতেও এটি ছড়াচ্ছে , যেখান থেকে আগে কখনও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি । পুণের জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট ও আইসিএমআর – এর বিজ্ঞানীদের মতে , এই রোগের স্থানীয় সংক্রমণ শুরু হয়ে গিয়েছে । ফন্ট্রিয়ার্স অফ মাইক্রোবায়োলজিতে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে , বর্ষার সময় যখন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশা – বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যায় , সেই সময় এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ।

এই সমীক্ষার প্রধান গবেষক তথা আইসিএমআরের প্রবীণ বৈজ্ঞানিক ডা . প্রয়াগ যাদব জানিয়েছেন যে , ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল দেশের ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । কোভিড -১৯ মহামারির মধ্যেই মশা – বাহিত এই জিকা ভাইরাসের সন্ধান মিলেছে ফের ১৬ রাজ্যেই । যার মধ্যে রয়েছে অমৃতসর ( পঞ্জাব ) , আলিগড় ( উত্তরপ্রদেশ ) , জয়পুর ,যোধপুর (রাজস্থান) পুণে ( মহারাষ্ট্র ) , রাঁচি ( ঝাড়খণ্ড ) , হায়দরাবাদ ( তেলেঙ্গানা ) ও তিরুবন্তপুরম ( কেরল ) এবং দিল্লি । এইসব এলাকা ঘন জনবসতিপূর্ণ বলে পরিচিত ।

তিনি বলেন , ‘ আমাদের গবেষণায় ভারতের বেশ কয়েকটি রাজ্যে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে । এর ফলে , প্রসবপূর্ব স্ক্রিনিংয়ের উপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে । কারণ , এটি নবজাতক শিশুদের মধ্যে মাইক্রোসেফালি এবং জন্মগত অক্ষমতার সঙ্গে সম্পর্কিত । দেশের বিভিন্ন স্থান থেকে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় । গত ১৬ জুন পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে আক্রান্তদের নমুনা পাঠানো হয় । ওই নমুনায় ২৫ জনের শরীরে চিকনগুনিয়া , তিনজনের শরীরে ডেঙ্গু ও একজনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ।

প্রসঙ্গত , ১৯৪৭ সালে আফ্রিকাতে প্রথম জিকা ভাইরাসের স্ট্রেন দেখা গিয়েছিল । কিন্তু এই ভাইরাস প্রথম নজরে আসে ২০১৫ সালে , ব্রাজিলে । এরপর ধীরে – ধীরে এই জিকা ভাইরাস ভারতেও ছড়িয়ে পড়ে । এই ভাইরাসটি সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায় । এছাড়া , অবাধ মেলামেশাতেও এই ভাইরাস ছড়ায় । ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জিকা ভাইরাসকে ‘ পাবলিক হেলথ এমার্জেন্সি ‘ হিসাবে চিহ্নিত করে । চলতি মাসের প্রথম দিনেই কেরলে জিকা ভাইরাসে সংক্রমিত হন এক মহিলা । প্রাথমিকভাবে জ্বরের উপসর্গ দেখা যায় তার শরীরে ।

সঙ্গে মাথা ব্যথা ও চামড়ায় লাল লাল দাগ দেখা যায় । প্রাথমিক রিপোর্টে জিকা ভাইরাসের উপস্থিতি মেলে তার শরীরে । এর পর বিষয়টি সোমবার নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে ওই মহিলার রক্তের নমুনা পাঠানো হয় । সেখান থেকেই নিশ্চিত করা হয় গোটা বিষয়টি । পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে পুরো স্বাস্থ্য প্রক্রিয়া যখন কোভিড – ১৯ – এর সঙ্গে মোকাবিলা করার ওপর মনোযোগ দিচ্ছে সেই সময় মশা – বাহিত রোগগুলির সঙ্গে আপস করা হয়েছিল । এর ফলে ভারতের কয়েকটি রাজ্যে ব্যাপক বৃষ্টি হওয়ায় মশার প্রজননের স্থান বেড়ে যায় । এতে মশাদের অতিরিক্ত সংখ্যা বৃদ্ধির সুযোগ করে দেওয়া হয়েছে ।

ডাঃ যাদবের অভিযোগ , ‘ গত দু’বছর ধরে কোভিড -১৯ প্রকোপের কারণে জিকা ভাইরাসের জনস্বাস্থ্য নজরদারি না করার জন্যই আক্রান্তের সংখ্যা বাড়ছে । ‘ ইবোলা বা সার্সের মতো প্রাণঘাতী নয় রোগটি । এমনকি এইডসের মতো নিশ্চিত মৃত্যুর আশঙ্কাও নেই এতে । মশাবাহিত রোগ জিকা ভাইরাসকে তুলনা করা যেতে পারে ডেঙ্গু , ম্যালেরিয়া বা ওয়েস্ট নাইল রোগের সঙ্গে । জ্বর , অস্থিসন্ধিতে ব্যথা ও র‍্যশ এটির লক্ষণ । এখনও পর্যন্ত জিকা ভাইরাসের কোনও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি কোনও দেশ । ফ্রান্সে গবেষণা চলছে । ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৬ সালে এক বিবৃতিতে জানিয়ে ছিল জিকা ভাইরাসের সংক্রমণ থামানো না গেলে আগামী প্রজন্মের বিরাট অংশ শারীরিক প্রতিবন্ধকতা বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে । একটা গোটা প্রজন্ম এমন ভয়ংকর রোগের শিকার হলে ভবিষ্যতে সংকটময় পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে ।

Dainik Digital

Recent Posts

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 hour ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

21 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

21 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

21 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

21 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

22 hours ago