অনলাইন প্রতিনিধি :-১৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ দিনের মাথায় ফের রেলপথে রাজ্যের দক্ষিণের প্রান্তিক স্টেশন সাক্রম ফের সংযুক্ত হয়েছে।উল্লিখিত ১৩ সেপ্টেম্বর রাতে কলকাতার শিয়ালদহ থেকে ছেড়ে আসা দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত চলাচল করেছে।ওইদিন রাজ্যের রাজধানী শহর আগরতলার সঙ্গে ডেমো ট্রেনে কিন্তু সাব্রুম সংযুক্ত হয়নি।১৩ সেপ্টেম্বর ডেমো ট্রেন চলাচল করেছে আগরতলা- বিলোনীয়া, বিলোনীয়া-আগরতলার মধ্যে।
১৪ সেপ্টেম্বর সকাল থেকে ডেমো এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন নতুন করে চলাচল করেছে সাব্রুমে। আগরতলা-সাক্রম, সাক্রম-আগরতলার মধ্যে ডেমো ট্রেন চলাচল করেছে প্রায় পুরোদমে।শনি ও রবিবার সাব্রুম থেকে কলকাতার শিয়ালদহের উদ্দেশে ছেড়ে গেছে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন।শিয়ালদহ থেকে সাক্রমে ফিরেও এসেছে কাঞ্চনজঙ্ঘা।
তবে ২১ সেপ্টেম্বর রাজ্যের দক্ষিণে রেলপথ সংলগ্ন টিলা বেয়ে নামা ধসের জেরে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর এখন পর্যন্ত পুরোদমে সচল হয়নি।আগরতলা-সাক্রম, সাক্রম-আগরতলার মধ্যে দৈনিক ৪ জোড়া ডেমো ট্রেন চলাচলের সূচি থাকলেও এখন চলাচল করছে ৩ জোড়া।দুপুর ১.৪০ মিনিটে আগরতলা থেকে সাক্রমের উদ্দেশে ছেড়ে যাওয়া এবং সাব্রুম থেকে বিকালে আগরতলার উদ্দেশে ছেড়ে আসার জন্য নির্দিষ্ট ডেমো ট্রেনের চলাচল শুরু করা হয়নি।জানা গেছে ডেমো ট্রেনের একটি রেক খারাপ থাকার কারণে এই সূচির ট্রেনটির চলাচল শুরু করা যায়নি।রেকটির সংস্কার কাজ চলছে।এই কাজ শেষ হলে আগরতলা থেকে দুপুরের এবং সাব্রুম থেকে বিকালের ডেমো ট্রেন চলাচল ফের শুরু করা হবে।১৭ সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর দিন থেকে এটি আগরতলা-সাক্রম, সাক্রম-আগরতলার মধ্যে সবকয়টি ডেমো ট্রেনের চলাচল শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।সব কিছু ঠিক থাকলে ওইদিন থেকে পুরোদমে সচল হবে রাজ্যের দক্ষিণাংশভিত্তিক যাত্রীট্রেন চলাচল।
অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…
অনলাইন প্রতিনিধি :-শীতকালীন সবজির মতো দ্রুত দাম পড়ছে গ্রীষ্মকালীন সবজিরও।জলের দরে বিকোচ্ছে নতুন উঠে আসা…
অনলাইন প্রতিনিধি :-বিশ্বের প্রথম মানুষ হিসেবে টাইটানিয়াম ধাতুর তৈরি কৃত্রিম হৃদ্যন্ত্র নিয়ে ১০৫ দিন বেঁচে…
এই উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচনি ব্যবস্থায় অনিয়ম ও এ গড়মিল নিয়ে অভিযোগের শেষ নেই।স্বৈরাচারী কিংবা…
অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নেই…
অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার…