১৮ ছিলো মুক্তির জন্য, ২৩ হবে ভবিষ্যৎ নির্মাণের ভোট!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টিকে আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার জনজাতি মোর্চা আয়োজিত বিলোনিয়া চিত্তামারায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেব বলেন, ২০১৮ সালে নির্বাচন ছিলো সিপিএম থেকে মানুষের মুক্তির জন্য। ২০২৩ এর নির্বাচন হবে রাজ্যবাসীর ভবিষ্যৎ নির্মাণের জন্য।

সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, কংগ্রেস দল হল সিপিআইএমের বি-টিম l তাদের মদতেই বামেরা দীর্ঘদিন ত্রিপুরার ক্ষমতার মসনদে টিকে ছিল। রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাস কায়েম করে, কমিউনিস্টরা বিগত দিনে বিলোনিয়া সহ দক্ষিণ জেলাকে কলঙ্কিত করে রেখেছিলো। কিন্তু বর্তমান সরকারের সময়ে স্পেশাল ইকোনোমিক জোন সহ এই জেলায় একাধিক উন্নয়ন কর্মযজ্ঞ রূপায়িত হচ্ছে। ফলে স্থানীয়দের রোজগার তৈরী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও হচ্চে বলে দাবি করেন।

বিরোধী রাজনৈতিক দল গুলিকে নিশানা করে বিপ্লব কুমার দেব বলেন, কংগ্রেস সিপিএম এবং তিপ্রা মথারা সিজনাল রাজনৈতিক দল l নির্বাচন বা ভোট উৎসব এলেই তাদেরকে মাঠে ময়দানে দেখা যায় l কিন্তু ভারতীয় জনতা পার্টি নিবিড় জনসংযোগের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের সমস্যা নিরসনে সচেষ্ট l এদিন কমিউনিস্ট পরিচালিত সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি আরো বলেন, আগে কৃষকদের নানা প্রাপ্তি প্রত্যাশা দেখিয়ে মিটিং মিছিলে ব্যস্ত করে রাখা হতো। কিন্তু বর্তমান রাজ্য সরকার কৃষকদের জমিতে কাজ করার এবং উন্নত ফসলের জন্য সহায়তা প্রদানের পাশাপাশি কৃষি কাজের ইতিবাচক পরিমণ্ডল কায়েম করেছে।

কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সহায়তায় কৃষকদের আয় প্রায় দ্বিগুন হয়েছে। শুধু তাই নয়, সমস্ত অংশের মানুষের রোজগার বৃদ্ধি পেয়েছে l তিনি অভিযোগ করেন, বিগতদিনে দিশাহীন সরকারের পরিচালনায় আগামীর কর্ম পরিকল্পনা ছিলনা। উন্নয়নের প্রশ্নে রাজ্য ছিল প্রায় উপেক্ষিত l কিন্তু বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কর্ম ধারা রূপায়িত করার পাশাপাশি আগামী ২৫ বছর রাজ্য কোনপথে এগোবে, ভাবী প্রজন্মের সামনে সম্ভাবনাময় সেই দিকটিও তুলে ধরেছে ল

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় রাজ্যে উদিত হয়েছে মুক্তির সূর্য। সমগ্র ত্রিপুরায় কৃষক থেকে শুরু করে প্রতিটি অংশের মানুষের সর্বাঙ্গীন বিকাশ তরান্বিত করেছে l কিন্তু পূর্বতন শাসক দল মানুষের উন্নয়নের বদলে তাদের উপর চাঁদাবাজি সহ বিভিন্ন জুলুম সংগঠিত করত l
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার প্রমুখ। এদিনের সভায় জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

7 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

7 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago