Categories: দেশ

১৮ মাসে ১০ লক্ষ চাকরিঃ মোদি

এই খবর শেয়ার করুন (Share this news)

দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি হবে । ঘোষণা মোদি সরকারের । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন । তিনি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে কর্মী সংখ্যার পরিসংখ্যান এবং কত শূন্যপদ রয়েছে , সেই বিষয়ে খোঁজখবর করেন । নিজেই যাচাই করেন কোন্ বিভাগে কত কর্মী প্রয়োজন অথবা কোন দপ্তর কিংবা মন্ত্রকের কাজকর্ম পর্যাপ্ত কর্মীর অভাবে উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে । এরপরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন , কেন্দ্রীয় সরকারী দপ্তরগুলিতে কর্মী নিয়োগ করতে হবে । মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে , প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রককে নির্দেশ দিয়েছেন যাতে আগামী দেড় বছরের মধ্যে এই ১০ লক্ষ নিয়োগ সমাপ্ত হয়ে যায় ।

এই লক্ষ্য পূরণ করার জন্য তিনি মন্ত্রকগুলিকে বলেছেন , মিশন মোড হিসাবে কাজ করতে । অর্থাৎ দেড় বছরের মধ্যে অবশ্যই লক্ষ্যপূরণ করতে হবে । ঠিক যেদিন রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনায় চলেছে বিরোধীরা , তার প্রাক্কালেই মঙ্গলবার ১০ লক্ষ চাকরির ঘোষণা করে বস্তুত মোদি চমকপ্রদ এক রাজনৈতিক টেক্কা খেলার প্রয়াস করেছেন । আগামীকাল কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হবে বিরোধীদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ওই বৈঠকে এখনও পর্যন্ত জানা যাচ্ছে , প্রায় কমবেশি সব বিজেপি বিরোধীই হাজির থাকতে চলেছে । তবে আম আদমি পার্টি এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি যোগ দেবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় । যদিও মমতার ডাকা বৈঠকে সিপিএম হাজির থাকবে বলেছে । আসবে কংগ্রেস , সমাজবাদী পার্টি , এনসিপি , রাষ্ট্রীয় জনতা দল , ডিএমকে । বিরোধীরা চান এক সম্মিলিত প্রার্থী হোন রাষ্ট্রপতি নির্বাচনে ।

এই বৈঠক নিয়ে জোরদার চর্চার মধ্যেই নরেন্দ্র মোদি বিরোধীদের উপর চাপ সৃষ্টি করতে ১০ লক্ষ চাকরির ঘোষণা করেছেন । যদিও বিরোধীদের দাবি , তিনি এই ঘোষণা করেছেন লোকসভা ভোটের কথা ভেবে । ২০১৪ সালের লোকসভা ভোটের আগে মোদি ঘোষণা করেছিলেন বছরে ২ কোটি চাকরি হবে । আর এখন আবার সেই চমকের রাজনীতিকেই হাতিয়ার করেছেন মোদি বলে বিরোধী দলগুলি আজ কটাক্ষ করেছে । যদিও লোকসভা ভোটের আগে মোদির এই ঘোষণা বিজেপির কাছে যথেষ্ট মনোবল বৃদ্ধিকারী এক পদক্ষেপ বলে বিজেপি এখন থেকেই উচ্ছ্বসিত । রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধীরাও তৎপরতা বাড়াতে শুরু করল । এই উদ্দেশ্যেই মঙ্গলবার দিল্লীতে গিয়ে ঘাঁটি গেড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন দিল্লী পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন । আগামীকাল রাজধানীতে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা চালাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক আহ্বান করেছেন ।

এই বৈঠকে শেষপর্যন্ত কোন্ কোন্ দল যোগ দেয় এ নিয়েই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে । এদিকে , এই উদ্দেশ্যেই মঙ্গলবার রাজধানী দিল্লীতে এসে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনই মমতা বিকালে শারদ পাওয়ারের সাথে দেখা করেন । এ দিন শারদ পাওয়ারের সাথে দেখা করেন ২ বাম দলের নেতৃবৃন্দ । মমতার শারদ পাওয়ারের সাথে দেখা করার উদ্দেশ্যই হচ্ছে তাকে রাজি করানো রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী পদে তিনি যেন দাঁড়াবার সম্মতি প্রদান করেন । যদিও ‘ মারাঠা স্ট্রংম্যান যায়নি । ভবিষ্যতে কী করবেন তা অবশ্য জানা যায়নি।
এদিকে , আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আহুত বৈঠকে বামেদের তরফে সিপিএম এবং সিপিআই তাদের প্রতিনিধি পাঠাবে বলে জানিয়ে দিয়েছে । যদিও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরিপ্রেক্ষিতে মমতাকে পাল্টা চিঠি লিখে বলেছেন , এই ধরনের বৈঠক ডাকার আগে বিরোধীদের নিজেদের মধ্যে শলাপরামর্শ করা প্রয়োজন , যাতে বৈঠকে যতবেশি রাজনৈতিক দলের অংশগ্রহণ সুনিশ্চিত করা যায় । কিন্তু মমতা তা করেননি ।

আগামীকালের বৈঠকের আগে অত্যন্ত কম সময়ের মধ্যে বৈঠকের স্থান , সময় , আমেণ্ডা ইত্যাদি জানিয়ে দেওয়া হয়েছে । মমতা চিঠিতে লিখেছেন , এই সময়ের দাবি হচ্ছে , বিরোধীদের এক জোট হয়ে একজন সর্বসম্মত প্রার্থী দেওয়া । সীতারাম পাল্টা লেখেন , তবে ভালো হতো যদি বৈঠকে বসার আগে সবার সাথে আলোচনা করা যেত । এতে হয়তো অংশগ্রহণ আরও ভালো হতো মত ইয়েচুরির । এদিকে , এদিনই সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএর ডি রাজা শারদ পাওয়ারের সাথে দেখা করেছেন । শারদ পাওয়ারের সাথে ছিলেন এনসিপির অপর নেতা পিসি চাকো এবং প্রফুল্ল প্যাটেল । তবে সূত্রের খবর , পাওয়ার রাষ্ট্রপতি নির্বাচনে না লড়ার কথাই বলেছেন । অন্যদিকে , মমতা ব্যানার্জী আহূত আগামীকাল , বুধবারের বৈঠকে কংগ্রেস যোগ দেবে । কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে , রণদীপ সুরজেওয়ালা , জয়রাম রমেশ যোগ দিতে পারেন । আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন । নির্বাচনে ভোটাভুটি হলে এখনও পর্যন্ত সুবিধাজনক স্থানে রয়েছে এনডিএ । ইলেট্রোরাল কলেজের অর্ধেকই এনডিএর । এর উপর বিজিডি , জোট এডিএমকে , ওয়াইএমআর কংগ্রেসের সমর্থন মিলতে পারে এনডিএর ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

22 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

23 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

24 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

24 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

24 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

24 hours ago