অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে যে গান করেছিল উত্তীয়, হয়তো এই মার্জারকে দেখেও তেমনই গাওয়া যায় আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান/ তুমি জান নাই, তুমি জান নাই, তুমি জান নাই তার মূল্যের পরিমাণ!
অতিশযোক্তি হল কি? কিন্তু রুপালি রঙের ‘মেইন কুন’ প্রজাতির এই বিড়ালের লেজের দৈর্ঘ্য দেখে ঠিক তেমনই অভিভূত হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। এই বিড়ালের লেজের দৈর্ঘ্য ১৮.৫ ইঞ্চি। এই প্রজাতির জীবন্ত কোনও বিড়ালের লেজ তার মতো এতটা লম্বা নেই। তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে এই মার্জার। এই বিড়ালের নিবাস আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে। বিড়ালটির মালিক আমান্ডা ক্যামেরন জানান, তার পরিবারের এই বিড়ালের বয়স দুই বছর। এটির নাম দেওয়া হয়েছে পাগল্পে অ্যাডামস।জন্মের শুরু থেকেই তার লেজ তুলনামূলক লম্বা।
পশুচিকিৎসকের কাছে তাকে প্রথম নিয়ে যাওয়া হলে তার লম্বা লেজের বিষয়টি সামনে আসে। ক্যামেরন বলেন, ‘আবার ছয় মাস পর পশুচিকিৎসকের কাছে নেওয়া হলে পাগল্পের লেজের বিষয়টি আরও প্রকট হয়। তখন আমার ছেলে এই বিড়ালের লেজ নিয়ে উৎসাহী হয়ে গবেষণা শুরু করে।জীবন্ত বিড়ালের লেজের সর্বোচ্চ দৈর্ঘ্য কত, তা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে খোঁজখবর করা হয়।’
ক্যামেরন বলেন, ‘নানাভাবে খোঁজখবর নিয়ে আমরা যা জানলাম, তা আমাদের রীতিমতো চমকে দিল। পাগল্পের লেজ দেখি সবার চেয়ে লম্বা!’
ক্যামেরন জানান, পাগল্পে এমনিতে যে কারও সঙ্গে মিশে যেতে পারে এবং স্বভাবে একেবারে বন্ধুভাবাপন্ন। ক্যামেরন বলেন, ‘সবাই ওকে দেখতে চায়। তার শান্ত আচরণের কারণে সবাই তাকে আদর করে। প্রাণী হলেও তার কাণ্ডজ্ঞান বেশ ভালো। এমনকি যে কোনও নতুন পরিস্থিতিতে সে অন্য বিড়ালদের জন্য ভীতি সৃষ্টির কারণ হতে পারে।’ বিশ্বরেকর্ডধারী এই বিড়ালের মালিক আরও বলেন, ‘পাগল্পে বেশ নরম প্রকৃতির এবং সব সময় সে শব্দ করে। সবকিছু মিলিয়ে সে দারুণ এক প্রাণী। প্রায়ই আমরা যখন তাকে নিয়ে বাইরে যাই, তখন সবাই তাকে ‘লোকাল সেলেব্রিটি’ বলে ডাকে।’ গিনেস বুক তাদের ওয়েবসাইটে বলেছে, পাগল্পের বয়স মাত্র দুই বছর। সে এখনও বড় হচ্ছে। নিজের ভুবনজয়ী লেজ নিয়েও বিড়ালটি বেশ গর্বিত থাকে। ললেজের যত্নআত্তিও করে সারাদিন।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…