অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে। আরও বেশি গরম হচ্ছে বসুন্ধরা।আবারও যেন তার প্রমাণ মিলল হাতেনাতে।গড় তাপমাত্রার বেনজির বৃদ্ধি পেল কেন্দ্রীয় মৌসম বিভাগ। ২১ জুলাই পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৭.০৯ ডিগ্রি সেলসিয়াস।পরদিন, ২২ জুলাই গড় তাপমাত্রা আরও ০.০৬ ডিগ্রি বেড়ে পৌঁছে গেল ১৭.১৫ ডিগ্রি সেলসিয়াসে।
পরিবেশ বিজ্ঞানীদের অনেকেরই হিসাব গত ১ লক্ষ ২৫ হাজার বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কখনও এত উপরে ওঠেনি। এটাই এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দিন বলে মনে করা হচ্ছে।মাস তিনেক আগে যে ভয়াবহ তাপপ্রবাহে জ্বলেছিল ভারতে পূর্ব,মধ্য এবং দক্ষিণাংশ,এ বার সেই একই অবস্থা জাপান থেকে ইন্দোনেশিয়া,পশ্চিম এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আমেরিকাতেও। আবহবিদরা জানাচ্ছেন,গত কয়েক দিন ধরেই বিভিন্ন দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছিল।২১ জুলাই জাপানের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। জাপানের অন্তত ২০০টি জায়গার তাপমাত্রা ভেঙে দিয়েছে পুরোনো রেকর্ড।অবস্থা একই রকম ভয়াবহ হয়ে ওঠে পশ্চিম এশিয়াতেও। দুবাইয়ের তাপমাত্রা উঠেছিল ৪৫ ডিগ্রিতে।ইরানের রাজধানী তেহরান পৌঁছায় ৪২- এ।শুধু তা-ই নয়, আর্দ্রতার মিশেলে কোথাও কোথাও ওই তাপমাত্রার ‘রিয়েল ফিল’ হয়ে উঠেছিল ৬১ ডিগ্রি।লন্ডনের ইম্পিরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানী জয়েস কিমুতাই বলছেন, ‘পরিস্থিতি এ দিকে যে এগোচ্ছে, পরিবেশ-বিজ্ঞান সে ইঙ্গিত দিচ্ছিল বহু আগে থেকে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ না-করা পর্যন্ত এর থেকে মুক্তির কোনও উপায় নেই।’
ইতিমধ্যেই পরিবেশ বিজ্ঞানীদের অনেকে দাবি করতে শুরু করেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কয়লা, সিমেন্ট ও খনিজ তেলের ১২২টি সংস্থাই বিশ্ব উষ্ণায়নের ৭৫ শতাংশের মূলে। এদের মধ্যে কোনও কোনও সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।কিন্তু এখনও পর্যন্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমার লক্ষণ দেখা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি যদি অবস্থার উন্নতি না-ঘটে, তা হলে আগামী দিন সবার জন্যই অত্যন্ত খারাপ হতে চলেছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…