অনলাইন প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে রাজ্যের কুড়িটি শহুরে এলাকার (ULBs) মধ্যে ত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই তহবিলটি রাজ্যের শহুরে পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিশেষ উদ্যোগে এই পদক্ষেপ বাস্তবায়িত হলো।
সরকারী সূত্রে জানা গেছে, এই বরাদ্দের প্রধান উদ্দেশ্য হল শহরের সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করা।এর মধ্যে থাকছে রাস্তা, জল নিকাশী ব্যবস্থা, জনসাধারণের সুযোগ-সুবিধা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন।এই তহবিলটি সৌন্দর্যায়ন প্রকল্পের জন্যও ব্যবহার করা হবে।যাতে শহুরে স্থানীয় সংস্থাগুলি ক্রমবর্ধমান শহুরে চাহিদা পূরণ করতে পারে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প ত্রিপুরা সরকারের একটি প্রধান উদ্যোগ, যা শহুরে উন্নয়নকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী পাঁচ বছর ব্যবহৃত হবে।এতে সর্বমোট ১৫০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য রাজ্য সরকার রেখেছে।এই প্রচেষ্টা রাজ্যের শহুরে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।যে শহুরে স্থানীয় সংস্থাগুলি তহবিল পেয়েছে, তারা দ্রুত প্রকল্প বাস্তবায়ন শুরু করবে এবং জনসাধারণের জন্য ইতিবাচক ফলাফল নিশ্চিত করবে।
মুখ্যমন্ত্রী ডা. সাহার এ উদ্যোগ বিভিন্ন মহকুমার নগর এলাকার জনসাধারণের মধ্যে খুশির বার্তা নিয়ে এসেছে।মুখ্যমন্ত্রী এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে সর্বত্র উন্নয়নের জোয়ার আনতে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…