অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটি
টাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব আবাস নির্মিত হতে চলেছে।খুব শীঘ্রই এর কাজ শুরু হচ্ছে। বড় ইন্ডোর হলের পাশে গড়ে উঠবে এই যুব আবাসের বিশাল বিল্ডিং।রাজ্য সরকারের বিশেষ তহবিলের অর্থে গড়ে উঠবে এই পরিকাঠামো।জানা গেছে, ইতিমধ্যেই সরকারীভাবে এর অনুমোদন হয়ে গেছে।এদিকে,যুব আবাসের পাশাপাশি একটি অত্যাধুনিক সুইমিং পুল নির্মাণের পরিকল্পনাও নাকি রয়েছে সরকারের।এমনটাই খবর ক্রীড়া দপ্তর সূত্রে।
এদিকে, দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে কোটি কোটি টাকা ব্যয়ে নতুন করে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠলেও আগেকার পুরোনো পরিকাঠামোগুলো অযত্নে ও অবহেলায় নষ্ট হয়ে পড়েছে।
কমপ্লেক্সের দুটো ইন্ডোর হলের একেবারেই বেহাল দশা।বিশেষ করে রাইমা সুইমিং পুলের উল্টো দিকে বড় ইন্ডোর হলের অবস্থা খুবই করুণ।ওই ইন্ডোর হলে এখন খেলাধুলার মতো পরিবেশ মোটেও নেই।এতো সবের পরেও সারা বছর ওই ইন্ডোর হলটিতে জিমনাস্টিক্স ও জুডো দুটি ইভেন্ট নিয়মিত খেলাধুলাও প্রশিক্ষণের কাজ চলছে। সাথে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টারও চলছে সেখানে। খুব অসহায় ও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে ওই ইন্ডোর হলে কোনও রকমভাবে খেলাধুলা ও প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন জিমনাস্টিক্স ও জুডো দুই ইভেন্টের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা।
একাংশের অভিযোগ যে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর দুটো ইন্ডোর হলের সংস্কারের জন্য কোনও উদ্যোগ গ্রহণ করছে না।এর জন্য আলাদা কোনও অর্থের সংস্থানও নেই ক্রীড়া দপ্তরের তরফে।নিয়মিত সংস্কার না করায় বর্তমানে জীর্ণদশা ইন্ডোর হল দুটোর।বড় ইন্ডোর হলটির খুব বিপদজনক অবস্থা।ইন্ডোর হলের ভিতরে দেওয়ালের অনেক অংশে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে।যে কোনও সময় বড় দুর্ঘটনা হবার আশঙ্কা রয়েছে।
ভয় ভীতির মধ্যেই সকাল-বিকেল ইন্ডোর হলে স্পোর্টস স্কুল ও সাইয়ের ছেলে মেয়েরা নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, দেওয়ালের রং নষ্ট হয়ে গেছে। ইন্ডোর হলের সিলিংয়ে খানে খানে পাখির বাসা বেঁধেছে। তাতে করে জিমনাস্টিক্স ও জুডোর বহু দামি ম্যাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ইন্ডোর হলে থাকা বিভিন্ন ক্রীড়া সরঞ্জামগুলো অযত্নে ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে ইন্ডোর হলের ভিতরে খেলাধুলার কোনও পরিবেশ নেই। এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও ক্রীড়া দপ্তর এই দুটি ইন্ডোর হলের সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না। অনেকেরই বক্তব্য যে আগেকার পুরোনো পরিকাঠামোগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে নতুন করে যে সমস্ত পরিকাঠামো গড়ে উঠছে এগুলোরও ভবিষ্যতে একই হাল হতেচলেছে। নতুন নতুন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা ভালো উদ্যোগ তবে পরিকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে ক্রীড়া দপ্তরকে।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…