দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা পাহাড় এবং সমতলে এখনো অটুট রয়েছে। মঙ্গলবার বিকালে অম্পিনগর বিধানসভার অন্তর্গত ডালাকবাড়ী এসবি স্কুলে গোমতী জেলা জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত জনসভায় ব্যাপক সংখ্যায় জনজাতিদের অংশ গ্রহণ, তা আবারও প্রমাণ করলো।
পাহার তুমি কার..? রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে এই চর্চাই যখন বেশ জমে উঠেছে, তখন বিপ্লবের এই জনসভা ঘিরে ফের একবার জল্পনা উসকে দিয়েছে রাজনৈতিক মহলে।
জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সমাবেশে এদিন জনজাতিদের ঢল নামে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। দলের রাজ্য সহ-সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, অমরপুর এবং মাতারবাড়ি কেন্দ্রের দুই বিধায়ক রঞ্জিত দাস ও বিপ্লব ঘোষ,জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার প্রমুখ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এরাজ্যের জনজাতিরা রাজ্য সরকারের এবং বিজেপির দলীয় নেতৃত্বের হ্রদয়ে রয়েছে। জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। তথ্য পরিসংখ্যান দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন ২০১৮’র ভোট এরাজ্যের মানুষের মুক্তির জন্য ভোট হয়েছে। আর ২০২৩ এর ভোট হবে এরাজ্যের মানুষের সন্তান সন্ততিদের ভবিষ্যত নির্মানের ভোট।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…