২০২৪ লোকসভা ভোটের আগে মোদি সরকারের শেষ বাজেট!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বছর ঘুরলেই ২০২৪-য়ের লোকসভা ভোট। আর আজ মঙ্গলবার সংসদে শুরু হল মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা রিপোর্ট। আগামীকাল বুধবার পেশ করবেন বাজেট। প্রতিবছর বাজেট ঘিরে আমজনতার মধ্যে একটা আগ্রহ থাকে। স্বাভাবিক ভাবেই বুধবারের বাজেটকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। কারণ, মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই, বাজেট মোদিময় হবে, তা ধরে নেওয়া যেতেই পারে। এদিন অধিবেশন শুরুতে ভাষণ দিতে গিয়ে, তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন,ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ।
এই সরকারের আমলে দেশ কতটা এগিয়েছে, কোন কোন ক্ষেত্রে সাফল্য পেয়েছে, তার একটা খতিয়ান এদিন সংসদে পেশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণে শোনা গেল আত্মনির্ভর ভারতের কথা। তাঁর কথায় দেশ সব দিক থেকেই আত্মনির্ভর হয়ে উঠেছে।