Categories: বিদেশ

২০ কিমি সাইকেল চালিয়ে পাহাড়ে উঠলেন বিরাশির বৃদ্ধা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জন্মের সময় হিসাব করলে অ্যানে জোনস ৮২ বছরের একজন বৃদ্ধা।কিন্তু,কাজের নিরিখে দেখলে তাকে বিরাশির ‘তরুণী’ বললে খুব ভুল বোধহয় হবে না।
সাউথ লন্ডনের লিউসামের বাসিন্দা অ্যানে জোনস। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে অগণিত আর্ত মানুষের জন্য আর্থিক সাহায্য জোগাড় করতে বিরাশি বছর বয়সে ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে মন্ট ভেনটক্স পাহাড়ে উঠেছেন তিনি।ভূমি থেকে যে পাহাড়ের উচ্চতা ১৯১০ মিটার।সাইকেল চালিয়ে ওই উচ্চতায় পৌঁছতে অ্যানে জোনসের সময় লেগেছে ছয় ঘণ্টা।
ফ্রান্সের অন্যতম বিখ্যাত পাহাড় মন্ট ভেনটক্স।ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত মাটি থেকে ওই পাহাড় চূড়ার বিস্তার কুড়ি কিলোমিটার। অ্যানে জোনস মূলত এমোস ট্রাস্টের হয়ে গাজাবাসীর সাহায্যে এগিয়ে এসেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশ,সাইকেল চালিয়ে মন্ট ভেনটক্সে পৌঁছনোর পর্বে অশীতিপর এই মহিলাকে শিলাবৃষ্টি ও কুয়াশার মতো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।শেষ পর্যন্ত তিনি নিজের কাঙ্খিত গন্তব্যে পৌঁছে ১৩ হাজার (ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ৭৭ হাজার টাকা) পাউন্ড সংগ্রহ করেন।
ছয় নাতি-নাতনির ঠাকুমা জোনস এখনও একজন উদ্যমী মহিলা।গাজার আর্তদের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমে সাফল্য পেয়ে তিনি রীতিমতো আনন্দিত। জোনস পেশায় একজন অবসরপ্রাপ্ত সাইকোথেরাপিস্ট ও সমাজকর্মী।নিজের এই সাফল্য সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রত্যেককে ভেনটক্স পাহাড়ে যেতে উৎসাহিত করতে চাই।অনেকে ৬৫ বছরে পা দিয়েই মনে করেন, এই বয়সে এসে আর কিছু করা যাবে না।তবে আমি বলি, সম্পূর্ণ ভুল। মনের ইচ্ছাই শরীরকে বাড়তি অক্সিজেন জোগায়।’ জোনস গত গ্রীষ্মে এমোস ট্রাস্টের পরিচালক ক্রিস রোজের সঙ্গে সাইকেল ভ্রমণের সময় ভেনটক্স পাহাড়ের চূড়ায় ওঠার পরিকল্পনা করেন।তিনি মনে করেন, অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো যে কোনও মানুষের ‘কর্তব্য’। ‘জাস্টগিভিং চ্যারিটি’ পেইজে জোনস বলেন, ‘হতাশা ও যন্ত্রণার মধ্যে নিজেকে বন্দি রাখার চেয়ে বরং আমি আমার সময়কে এভাবে কাটাতে ভালবাসি।প্রায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে।’
মন্ট ভেনটক্সে সাইকেল যাত্রায় জোনস অবশ্য একা ছিলেন না।তার সঙ্গে একটি দল।সেই দলের সদস্যদের মধ্যে এমোসের রোজ ও মেগান উইলিয়ামস অন্যতম। জোনস জানান, এই কাজের পরে তিনি নিজের পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং গাজার লোকজনের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছেন।তিনি বলেন, ‘অনেক বেশি সাহায্য উঠেছে। এটা সত্যিই বেশ আনন্দের ব্যাপার অনুপ্রেরণারও।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রেগা-১০৩২৩ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা!!

অনলাইন প্রতিনিধি:- রেগা এবং ১০,৩২৩ ইস্যুতে শুক্রবার উত্তাল হলো বিধানসভা। শাসক এবং বিরোধী সদস্যদের মধ্যে…

2 hours ago

জিবি মেডিসিন বিভাগে চরম অব্যবস্থা, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের প্রধান সরকারী রেফারেল হাসপাতাল জিবিতে অস্বাভাবিক রোগীর চাপে মেডিসিন বিভাগের (ওয়ার্ডের)…

2 hours ago

খরচ কমাতে ডিএসএম ব্যবস্থা চালু বিদ্যুৎ নিগমের!!

অনলাইন প্রতিনিধি :- ক্রয় খরচ কমাতে এবং বিদ্যুৎ ঘাটতি কমানোর লক্ষ্যে শুক্রবার "ডিসকম'স ক্যাপাসিটি বিল্ডিং…

2 hours ago

নাজেহাল পরীক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও নিত্যযাত্রী, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে আবারও পথ অবরোধের দৌলতে নাজেহাল হলেন সাধারণ মানুষ। এমনকী শুক্রবার আচমকা রাজ্যব্যাপী…

2 hours ago

মৌন ভঙ্গ!!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে নির্বাচনের সময় বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনায়…

2 hours ago

৩৫ লক্ষ টাকার ঘোটালা দৌড়ঝাঁপ আরক্ষা দপ্তরে!!

অনলাইন প্রতিনিধি :-বিনা টেন্ডারে প্রায়পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজের বরাত পাইয়ে দেওয়া এবং কাজ সমাপ্তের আগেই…

1 day ago