২১দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ : রোগীরা বিপাকে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের দ্বিতীয় বৃহত্তর সরকারী রেফারেল হাসপাতাল আইজিএমে চোরের মাত্রাতিরিক্ত উপদ্রবে চিকিৎসা পরিষেবাও থমকে গেছে।

চোরেরা হাসপাতালের শল্য তথা সার্জিক্যাল অপারেশন থিয়েটারের সবগুলি এসি মেশিনের তামার তার চুরি করে নেওয়ায় এসি পরিষেবা অচল হয়ে পড়ে।অপারেশন থিয়েটার বন্ধ হয়ে রয়েছে। শুধু স্ত্রী ও প্রসূতির অপারেশন থিয়েটার চালু রয়েছে। গত ২১ দিন ধরে ইএনটি সহ শল্য চিকিৎসা সংক্রান্ত সব ধরনের অপারেশন বন্ধ হয়ে রয়েছে।

এত দিন ধরে এত বড় হাসপাতালের সার্জিক্যাল অপারেশন থিয়েটার বন্ধ হয়ে থাকায় রোগ যন্ত্রণা নিয়ে রোগীরা পড়েছেন মহা সঙ্কটে।
অস্ত্রোপচার (অপারেশন) করাতে না পেরে রোগীরা চরম বিপাকে ও দুর্ভোগে পড়েছেন। বিস্ময়ের ব্যাপার হলো রাজ্যের দ্বিতীয় বৃহত্তর সরকারী রেফারেল হাসপাতালে গত ২১ দিন ধরে এসি মেশিন কাজ না করায়
অপারেশন থিয়েটার বন্ধ করে রাখা হলেও দ্রুত এসির কাজ শেষ করা হচ্ছে না। হাসপাতালের পূর্ত দপ্তরের
মেকানিক্যাল ডিভিশনের অধীনে চুরি যাওয়া তামার তার পুনরায় এসি পরিষেবায় লাগানোর কাজ চললেও অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে বলে অভিযোগ।তাতেই গত ২৫ অক্টোবর এসির তামার তার চুরি যাওয়ার পর ২১ দিনেও পূর্ত দপ্তরের মেকানিক্যাল ডিভিশন এই কাজ এখনও শেষ করতে
পারেনি।এসিতে তামার তার নতুন করে লাগিয়ে দিলেই ও এসি’র প্রয়োজনীয় গ্যাস ফিলাপ করার পরই অপারেশন থিয়েটার পুনরায় চালু করা সম্ভব বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কেন চুরি যাওয়ার এত দিন পরও এসির তামার তার লাগিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করতে এতদিন লেগে যাচ্ছে সেই বিষয়ে মঙ্গলবার রাতে পূর্ত দপ্তরের মেকানিক্যাল ডিভিশনের (হাসপাতাল) এগজিকিউটিভ ইঞ্জিনীয়ার জয়ন্ত চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে জানান, চোরে এক দু’টি নয়, সেদিন রাতে হাসপাতাল থেকে ২৮টি এসি মেশিনের তামার তার কেটে নিয়ে যায়। তাতে এসি পরিষেবা তথা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ব্লাড ব্যাঙ্কের একাধিক এসির তার কেটে নিয়ে যাওয়ায় ব্লাড ব্যাঙ্কের এসি পরিষেবা অচল হয়ে পড়েছিল। শ্রীচক্রবর্তী জানান, দ্রুত ব্লাড ব্যাঙ্কের এসি গুলিতে পুনরায় তামার তার লাগিয়ে চালু করা হয়। গাইনো অপারেশন থিয়েটার থেকেও এসির তামার তার চুরি যায়। দ্রুত সেখানেও এসির তামার তার লাগিয়ে দেওয়া হয়। গাইনোর অপারেশন থিয়েটারের অপারেশনে কোনও সমস্যা নেই।কিন্তু গত ২১ দিন ধরে সার্জিক্যাল অপারেশন থিয়েটার অচল হয়ে পড়ে রয়েছে।সার্জিক্যাল অপারেশন থিয়েটারের ১৮ টি এসি মেশিন থেকে চোরেরা তামার তার কেটে নিয়ে যায়। মেকানিক্যাল ইঞ্জিনীয়ার শ্রীচক্রবর্তী আরও জানান, তামার তার কেটে নেওয়ার পর এসি পরিষেবা বন্ধ হয়ে পড়ায় এসি থেকে এক ধরনের গ্যাসও বের হয়ে গিয়ে আরও সমস্যা দেখা দেয়। তিনি জানান, সার্জিক্যাল অপারেশন থিয়েটারের ১৮টি এসি মেশিনের তামার তার চোরেরা কেটে নেওয়ার পর এখন পর্যন্ত ১২টি এসি মেশিনের তামার তার নতুন করে লাগানো সম্ভব হয়েছে। বাকি আরও ৬ টি এসি মেশিনের তামার তার লাগাতে দু তিন দিন সময় লাগবে বলেও পূর্ত দপ্তরের মেকানিক্যাল ডিভিশনের এগজিকিউভি ইঞ্জিনীয়ারের দাবি।তিনি জানান,গত ২ নভেম্বর স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুপ্রীয় মল্লিকের কাছে এক চিঠিতে চুরি যাওয়া ২৮ টি এসি মেশিনে তামার তার নতুন করে লাগানোর বিষয়ে অ্যাসটিমেটও পাঠানো হয়। এদিকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. মল্লিকও এতদিন ধরে সার্জিক্যাল অপারেশন থিয়েটার বন্ধ থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। রোগীর অপারেশন বন্ধ থাকায় রোগীরা যে রোগ যন্ত্রণা নিয়ে। কষ্টে আছেন সেই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সম্পূর্ণভাবে অবগত আছেন বলে মঙ্গলবার রাতে জানান। তিনি বলেন, বুধবার হাসপাতালে গিয়ে এই ব্যাপারে পুনরায় খোঁজখবর নেবেন। দ্রুত অপারেশন থিয়েটার চালু করার বিষয়ে উদ্যোগ নেবেন।গত শুক্রবার রাতে হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগে শ্যামল মিঞা নামের গুরুতর শ্বাসও প্রশ্বাস সমস্যাজনিত রোগীকে জরুরি বিভাগে চিকিৎসকের কাছে যেতে বেসরকারী নিরাপত্তা (গার্ড) রক্ষীরা বাধা দেওয়ায় ও বাড়াবাড়ি ও পরবর্তী সময় রোগীর মৃত্যু ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়েও উপযুক্ত ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিকর্তা পুনরায় হাসপাতালে মঙ্গলবার ছুটে যাচ্ছেন বলে তিনি জানান।হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও অন্যান্য ব্যবস্থার উন্নয়ন নিয়েও হাসপাতালে এদিন বৈঠক করবেন।এদিকে হাসপাতাল সুপার ডা. দেবশ্রী দেববর্মা জানান, ২৮টি এসি মেশিনের তামারতার চুরি যাওয়ার পর পশ্চিম থানায় এফআইআর করা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিকর্তাকে দপ্তরের চিঠিতে জানানো হয়েছে। পূর্ত দপ্তরের মেকানিক্যাল ডিভিশনকেও (হাসপাতাল) চিঠিতে জানানো হয়েছে দ্রুত এসি মেশিন চালু করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।এদিকে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে রাতে জানান, হাসপাতালের চোর চক্র ধরার জন্য পুলিশ সব চেষ্টা করছে। এদিকে প্রশ্ন উঠেছে হাসপাতালে এতো বিশাল সংখ্যায় বেসরকারী নিরাপত্তা (গার্ড) রক্ষী থাকার পরও কীভাবে হাসপাতালে এত বড় চুরির ঘটনা ঘটছে। বেসরকারী নিরাপত্তা রক্ষীদের কাজ কি তা নিয়েও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাও প্রশ্ন তুলেছেন।এত বিশাল সংখ্যায় বেসরকারী নিরাপত্তা রক্ষী থাকার পরও হাসপাতালের মূল্যবান জিনিসপত্র, রোগীর ও রোগীর আত্মীয়স্বজনের বাইক, স্কুটি প্রতিনিয়ত কীভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকে চুরি যাচ্ছে তা নিয়েও সকলেই ক্ষুব্ধ।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

11 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

11 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago