২২০ বছর পরে সাধারণের জন্য কলকাতা রাজভবন

এই খবর শেয়ার করুন (Share this news)

পয়লা বৈশাখ, আসন্ন বাংলা নববর্ষের দিনেই দিল্লির রাষ্ট্রপতি ভবনের মতো আমজনতাকে ঘুরে দেখার সুযোগ করে দিতে খুলে দেওয়া হচ্ছে কলকাতা রাজভবনের সিংহদুয়ার। এই পরিদর্শনের নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’। লক্ষ্য, রাজভবনকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করা, যাতে তা জনরাজভবনে পরিণত হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই হেরিটেজ ওয়াকে গাইড হিসেবে এনসিসিকে ব্যবহার করতে চান। রাজভবনে এনসিসির বার্ষিক অনুষ্ঠানে এ কথা তিনি জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গোপালকৃষ্ণ গান্ধী রাজ্যপাল থাকার সময়ে এমন প্রচেষ্টায় উদ্যোগী হয়েছিলেন। কিন্তু নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পরই এই নিয়ে বিশেষ উৎসাহ দেখান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সফরে এসে রাজভবনে থাকার সময়েই আনুষ্ঠানিক ভাবে সাধারণের জন্য রাজভবনকে উন্মুক্ত করার কথা ঘোষণা করে প্রতীক হিসাবে একটি চাবি রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন রাজ্যপাল।

সেই উদ্যোগের সূচনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রাজভবন পয়লা বৈশাখকে বেছে নিয়ে উৎসবের আয়োজন করেছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের শিল্পীরা এতে অংশ নেবেন। অনুষ্ঠানের লক্ষ্য হবে বঙ্গ সংস্কৃতিকে তুলে ধরা। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সহ বিশিষ্টদের।নানা ইতিহাসের সাক্ষী এই রাজভবন ব্রিটিশরা ভারতের ভাইসরয়ের সরকারি
হিসেবে ১৭৯৯ সালে নির্মাণ শুরু করেছিলেন। শেষ হয়েছিল ১৮০৩ সালে ১৮ জানুয়ারি।খরচ হয়েছিল ১৩ লক্ষ টাকা। লর্ড কার্জনের পিতৃপুরুষের ভিটে কেডলেস্টান হলের আদলে নির্মিত রাজভবনের স্থপতি ছিলেন ক্যাপ্টেন চার্লস ওয়াট। ২৭ একর জুড়ে তৈরি এই রাজভবনে শুধুমাত্র ভাইসরয় নয়, তার অফিসের কর্মীদের জন্যও আবাসন রয়েছে। মূল রাজভবনের নির্মাণ অংশটি ৮৪ হাজার বর্গফুট এলাকা। লর্ড ওয়েলেসলি এখানে প্রথম থাকা শুরু করেন।রাজভবন জুড়ে বিশাল বাগানের পাশাপাশি নানা স্থাপত্যও রয়েছে। লাটসাহেবের জন্য ঘোড়ায় টানা ফিটন গাড়ি আজও রাজভবনে পা রাখলে নজর পড়বে। থ্রোন রুম, ব্যাঙ্কোয়েট হল, বল রুম, অতিথিদের থাকার জন্য দ্য প্রিন্স অফ ওয়ালশ স্যুট, বিশাল ল্যাইব্রেরির পাশাপাশি রয়েছে ঐতিহাসিক কাউন্সিল চেম্বার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

7 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

11 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

11 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

13 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

13 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

13 hours ago