Categories: দেশ

২২ বছর পর সংসদে আবার জঙ্গি-আতঙ্ক!! , লোকসভায় ঢুকে দুই বহিরাগতের ‘রং বোমা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবার। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।
বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দর্শক আসন থেকে দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। মহিলা সাংসদরা বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁদের ধরে ফেলেন। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। হামলাকারী দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে।

তাঁদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। এই ঘটনায় ফের একবার সংসদে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেলো।
২০০১ সালের ১৩ ডিসেম্বর, আজকের দিনেই পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা ভারতের গনতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থান সংসদ ভবনে হামলা চালিয় ছিলো। সেই হামলায় নয় জন নয় জন নিরাপত্তা কর্মী শহীদ হয়। আজ সেই সংসদ হামলার ২২ বছর পূর্তি। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পীকার ওম বিরলা সহ সকল সাংসদরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু আজ ফের একবার সংসদে ২২ বছর আগে ঘটে যাওয়া জঙ্গি হামলার স্মৃতি ফিরিয়ে আনে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তারা পাবলিক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েই এক ধরণের ‘গ্যাস’ স্প্রে করেছিল যার ফলে চোখের জ্বালার সৃষ্টি হয়। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতুবি করা হয়েছে। এই নিয়ে গোটা দেশ জুড়ে ব্যপক গুঞ্জন শুরু হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago