দৈনিক সংবাদ অনলাইন।। ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবার। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।
বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দর্শক আসন থেকে দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। মহিলা সাংসদরা বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁদের ধরে ফেলেন। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। হামলাকারী দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে।
তাঁদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। এই ঘটনায় ফের একবার সংসদে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেলো।
২০০১ সালের ১৩ ডিসেম্বর, আজকের দিনেই পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা ভারতের গনতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থান সংসদ ভবনে হামলা চালিয় ছিলো। সেই হামলায় নয় জন নয় জন নিরাপত্তা কর্মী শহীদ হয়। আজ সেই সংসদ হামলার ২২ বছর পূর্তি। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পীকার ওম বিরলা সহ সকল সাংসদরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু আজ ফের একবার সংসদে ২২ বছর আগে ঘটে যাওয়া জঙ্গি হামলার স্মৃতি ফিরিয়ে আনে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তারা পাবলিক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েই এক ধরণের ‘গ্যাস’ স্প্রে করেছিল যার ফলে চোখের জ্বালার সৃষ্টি হয়। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতুবি করা হয়েছে। এই নিয়ে গোটা দেশ জুড়ে ব্যপক গুঞ্জন শুরু হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…