Categories: দেশ

২২ বছর পর সংসদে আবার জঙ্গি-আতঙ্ক!! , লোকসভায় ঢুকে দুই বহিরাগতের ‘রং বোমা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবার। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।
বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দর্শক আসন থেকে দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। মহিলা সাংসদরা বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁদের ধরে ফেলেন। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। হামলাকারী দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে।

তাঁদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। এই ঘটনায় ফের একবার সংসদে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেলো।
২০০১ সালের ১৩ ডিসেম্বর, আজকের দিনেই পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা ভারতের গনতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থান সংসদ ভবনে হামলা চালিয় ছিলো। সেই হামলায় নয় জন নয় জন নিরাপত্তা কর্মী শহীদ হয়। আজ সেই সংসদ হামলার ২২ বছর পূর্তি। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পীকার ওম বিরলা সহ সকল সাংসদরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু আজ ফের একবার সংসদে ২২ বছর আগে ঘটে যাওয়া জঙ্গি হামলার স্মৃতি ফিরিয়ে আনে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তারা পাবলিক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েই এক ধরণের ‘গ্যাস’ স্প্রে করেছিল যার ফলে চোখের জ্বালার সৃষ্টি হয়। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতুবি করা হয়েছে। এই নিয়ে গোটা দেশ জুড়ে ব্যপক গুঞ্জন শুরু হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

19 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

19 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

19 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

19 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

19 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

19 hours ago