Categories: বিদেশ

২৩০ টাকায় শৌচালয়ে মূত্রত্যাগেই হবে স্বাস্থ্য পরীক্ষা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কোনও প্যাথলজিক্যাল ল্যাবে যেতে হবে না।শুধু এই শৌচাগারে এসে মূত্র ত্যাগ করলেই চলবে। আর তাতেই হয়ে যাবে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে বিনা পয়সায় হবে না, এ জন্য দিতে হবে ২০ চিনা ইউয়ান (ভারতীয় মুদ্রায় ২৩০ টাকা)। চিনের রাজধানী বেজিং ও বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে এমনই একাধিক অত্যাধুনিক পাবলিক ইউরেনাল চালু হয়েছে।চিনের বক্তব্য, এটাই হতে চলেছে ভবিষ্যতের উন্নততর গণ শৌচাগার।বেজিং ও সাংহাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরে জনগণের ব্যবহারের জন্য এমনই একাধিক উন্নত শৌচাগার চালু করা হয়েছে। এসব শৌচাগারে খুব সহজে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য ২০ ইউয়ান অর্থ খরচ করতে হবে। শৌচাগারে মূত্রত্যাগের পর তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়ে যাবে।মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট-এ সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র পরীক্ষা করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করা যাবে।
সম্প্রতি সাংহাই ভিত্তিক তথ্যচিত্র পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লাসেন এ ধরনের একটি শৌচাগারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন।তাতে তিনি লেখেন, একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ২০ ইউয়ানের বিনিময়ে শৌচাগারে অতি সহজে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট-কে পিটারসেন ক্লাসেন বলেন, পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে শৌচাগারে যেতে হয়। প্রস্রাব শেষ করে আসার অব্যবহিত পরেই পরীক্ষার ফল পাওয়া যায়।এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়।ক্লাসেন বলেছেন, প্যানের আকারে ওই হাই-টেক যন্ত্রটির মধ্যে এআই চালিত যন্ত্র বসানো রয়েছে।সেই যন্ত্রেই স্বয়ংক্রিয় ভাবে মূত্র পরীক্ষা হয়ে যাচ্ছে। জনগণকে কী করতে হবে, সবটাই প্যানের গায়ে মান্দারিন ভাষায় লেখা রয়েছে। ক্লাসেন বলেন, ‘আমার মূত্র পরীক্ষার ফল আসে শরীরে কিছুটা ক্যালসিয়ামের অভাব রয়েছে।এছাড়া শরীরে আর কোনও সমস্যা নেই।ক্লাসেন জানান, প্রস্রাব পরীক্ষার যন্ত্রটির গুণাগুণ পরখ করতে দুই দিন পরে তিনি পর্যাপ্ত দুধ পান করে একই শৌচাগারে মূত্র ত্যাগ করেন। রিপোর্ট আসে, ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে গেছে। বেজিং পৌরসভা এই শৌচাগারের নাম দিয়েছে স্মার্ট টয়লেট।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

4 mins ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

40 mins ago

রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রিলায়েন্স গ্রুপ রাজ্যের প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বিধানসভায়…

45 mins ago

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

1 day ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

1 day ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

1 day ago