Categories: বিদেশ

২৩০ টাকায় শৌচালয়ে মূত্রত্যাগেই হবে স্বাস্থ্য পরীক্ষা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কোনও প্যাথলজিক্যাল ল্যাবে যেতে হবে না।শুধু এই শৌচাগারে এসে মূত্র ত্যাগ করলেই চলবে। আর তাতেই হয়ে যাবে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে বিনা পয়সায় হবে না, এ জন্য দিতে হবে ২০ চিনা ইউয়ান (ভারতীয় মুদ্রায় ২৩০ টাকা)। চিনের রাজধানী বেজিং ও বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে এমনই একাধিক অত্যাধুনিক পাবলিক ইউরেনাল চালু হয়েছে।চিনের বক্তব্য, এটাই হতে চলেছে ভবিষ্যতের উন্নততর গণ শৌচাগার।বেজিং ও সাংহাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরে জনগণের ব্যবহারের জন্য এমনই একাধিক উন্নত শৌচাগার চালু করা হয়েছে। এসব শৌচাগারে খুব সহজে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য ২০ ইউয়ান অর্থ খরচ করতে হবে। শৌচাগারে মূত্রত্যাগের পর তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়ে যাবে।মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট-এ সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র পরীক্ষা করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করা যাবে।
সম্প্রতি সাংহাই ভিত্তিক তথ্যচিত্র পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লাসেন এ ধরনের একটি শৌচাগারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন।তাতে তিনি লেখেন, একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ২০ ইউয়ানের বিনিময়ে শৌচাগারে অতি সহজে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট-কে পিটারসেন ক্লাসেন বলেন, পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে শৌচাগারে যেতে হয়। প্রস্রাব শেষ করে আসার অব্যবহিত পরেই পরীক্ষার ফল পাওয়া যায়।এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়।ক্লাসেন বলেছেন, প্যানের আকারে ওই হাই-টেক যন্ত্রটির মধ্যে এআই চালিত যন্ত্র বসানো রয়েছে।সেই যন্ত্রেই স্বয়ংক্রিয় ভাবে মূত্র পরীক্ষা হয়ে যাচ্ছে। জনগণকে কী করতে হবে, সবটাই প্যানের গায়ে মান্দারিন ভাষায় লেখা রয়েছে। ক্লাসেন বলেন, ‘আমার মূত্র পরীক্ষার ফল আসে শরীরে কিছুটা ক্যালসিয়ামের অভাব রয়েছে।এছাড়া শরীরে আর কোনও সমস্যা নেই।ক্লাসেন জানান, প্রস্রাব পরীক্ষার যন্ত্রটির গুণাগুণ পরখ করতে দুই দিন পরে তিনি পর্যাপ্ত দুধ পান করে একই শৌচাগারে মূত্র ত্যাগ করেন। রিপোর্ট আসে, ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে গেছে। বেজিং পৌরসভা এই শৌচাগারের নাম দিয়েছে স্মার্ট টয়লেট।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

34 mins ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

42 mins ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

9 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

10 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

10 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

18 hours ago