Categories: বিদেশ

২৩০ টাকায় শৌচালয়ে মূত্রত্যাগেই হবে স্বাস্থ্য পরীক্ষা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কোনও প্যাথলজিক্যাল ল্যাবে যেতে হবে না।শুধু এই শৌচাগারে এসে মূত্র ত্যাগ করলেই চলবে। আর তাতেই হয়ে যাবে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে বিনা পয়সায় হবে না, এ জন্য দিতে হবে ২০ চিনা ইউয়ান (ভারতীয় মুদ্রায় ২৩০ টাকা)। চিনের রাজধানী বেজিং ও বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে এমনই একাধিক অত্যাধুনিক পাবলিক ইউরেনাল চালু হয়েছে।চিনের বক্তব্য, এটাই হতে চলেছে ভবিষ্যতের উন্নততর গণ শৌচাগার।বেজিং ও সাংহাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরে জনগণের ব্যবহারের জন্য এমনই একাধিক উন্নত শৌচাগার চালু করা হয়েছে। এসব শৌচাগারে খুব সহজে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য ২০ ইউয়ান অর্থ খরচ করতে হবে। শৌচাগারে মূত্রত্যাগের পর তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়ে যাবে।মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট-এ সম্প্রতি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র পরীক্ষা করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করা যাবে।
সম্প্রতি সাংহাই ভিত্তিক তথ্যচিত্র পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লাসেন এ ধরনের একটি শৌচাগারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন।তাতে তিনি লেখেন, একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ২০ ইউয়ানের বিনিময়ে শৌচাগারে অতি সহজে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট-কে পিটারসেন ক্লাসেন বলেন, পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে শৌচাগারে যেতে হয়। প্রস্রাব শেষ করে আসার অব্যবহিত পরেই পরীক্ষার ফল পাওয়া যায়।এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়।ক্লাসেন বলেছেন, প্যানের আকারে ওই হাই-টেক যন্ত্রটির মধ্যে এআই চালিত যন্ত্র বসানো রয়েছে।সেই যন্ত্রেই স্বয়ংক্রিয় ভাবে মূত্র পরীক্ষা হয়ে যাচ্ছে। জনগণকে কী করতে হবে, সবটাই প্যানের গায়ে মান্দারিন ভাষায় লেখা রয়েছে। ক্লাসেন বলেন, ‘আমার মূত্র পরীক্ষার ফল আসে শরীরে কিছুটা ক্যালসিয়ামের অভাব রয়েছে।এছাড়া শরীরে আর কোনও সমস্যা নেই।ক্লাসেন জানান, প্রস্রাব পরীক্ষার যন্ত্রটির গুণাগুণ পরখ করতে দুই দিন পরে তিনি পর্যাপ্ত দুধ পান করে একই শৌচাগারে মূত্র ত্যাগ করেন। রিপোর্ট আসে, ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে গেছে। বেজিং পৌরসভা এই শৌচাগারের নাম দিয়েছে স্মার্ট টয়লেট।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :-বিভিন্নঅঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার…

3 days ago

কমিউনিস্টদের ঘরে যুবদের শ্রীকোনও স্থান নেই: বিপ্লব।।

অনলাইন প্রতিনিধি :-চুলে পাকধরার আগ পর্যন্ত কোনও মূল্যই থাকে না কমিউনিস্টদের ঘরে।জাতীয় যুব দিবসের এক…

3 days ago

চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে ১৫ থেকে!!

অনলাইন প্রতিনিধি :-নাট্যভূমির উদ্যোগে নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসব আগামী ১৫ জানুয়ারী…

3 days ago

মিডিয়ার স্বাধীনতা।।

গত বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে গৃহীত হয় গত বছরের মে মাসে ইউরোপীয় ই…

3 days ago

ভাঙনের পথে।।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও সংখ্যা বাড়িয়ে,তিনশোর বেশি আসন নিয়ে বিজেপির ক্ষমতায় ফেরার পরে অনেক রাজনৈতিক…

4 days ago

জিবি, আইজিএমে ওষুধ সঙ্কটে রোগীরা চরম বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকার হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থাপনায় রোগীর দুর্ভোগ কমাতে সচেষ্ট হয়েছে…

4 days ago