Categories: দেশ

২৩৮ প্রজাতির পাখির দেখা মিলল রাজধানীতে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজধানী শহর এবং সংলগ্ন এলাকা মিলিয়ে পক্ষীগণনায় ২৩৮ প্রজাতিরও কিছু বেশি পাখির দেখা মিলল।গত ১৭ মার্চ গোটা রাজধানী শহর এবং ন্যাশনাল ক্যাপিটল রিজিয়নে পক্ষীগণনা হয়।তারই রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।প্রতি বছর দিল্লি বার্ড রেস নামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।সেই কর্মসূচি থেকে পক্ষী বিশেষজ্ঞরা ন্যাশনাল ক্যাপিটল রিজিয়নে কত প্রজাতির পাখি রয়েছে তার একটা ধারণা পেয়ে যান। এবারও সেই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।কত রকমের পাখির প্রজাতি রয়েছে তা খতিয়ে দেখতে মোট দশটি দল গঠন করা হয়।আধিকারিকরা জানিয়েছেন,পক্ষীবিদ অরবিন্দ যাদবের নেতৃত্বে একটি দল মোট ১৮৪ প্রজাতির পাখির সন্ধান দিয়েছে।ভোন্দসি এলাকায় এই গণনার কাজ করেছেন পক্ষীবিদ কানওয়ার বি সিংয়ের একটি দল।এই পক্ষীবিদ বলেন, ‘আমাদের গণনায় অনেক বিরল প্রজাতির পাখির দেখা মিলেছে।চান্দু জলাভূমিতে লাগার ফ্যালকন প্রজাতির পাখির দেখা মিলেছে। ভোন্দসি এলাকায় আমরা সবমিলিয়ে অনেক ধরনের পাখির দেখা পেয়েছি।’এই পক্ষীবিদ জানিয়েছেন, এবার শীত কিছুটা বেশি সময় থাকার কারণে গরমের সময়ের পরিযায়ী পাখি আসতেও কিছুটা সময় লেগেছে।তিনি বলেন, ‘গোল্ডেন ওরিওল, রঙিন লেজওয়ালা জাকানার মতো বিভিন্ন প্রজাতির পাখিও এই সময়ে ভিড় করে।’ সবমিলিয়েই পাখির সংখ্যাটা আরও কিছুটা বেড়ে যায়। পক্ষীবিদ অরবিন্দ যাদব জানিয়েছেন,সবমিলিয়ে এই সময়ে পাখির বৈচিত্র্য যেমন থাকা উচিত এবার তা নেই। এই সময়ে আরাবল্লী বনাঞ্চলে ঠিক যত প্রজাতির পাখির দেখা পাওয়া যায় এবারের গণনার পরে তার থেকে অনেক কম প্রজাতির পাখি দেখা গিয়েছে বলেই জানিয়েছেন তিনি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

16 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

16 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

16 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

16 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago