২৩ এর আগে টিএসআরের আরও দুটি বাহিনী পাচ্ছে রাজ্য

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআরের আরও দুটি বাহিনী পেতে চলেছে রাজ্য । শনিবার রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে টিএসআর দ্বিতীয় বাহিনীর উদ্যোগে আয়োজিত ব্যাণ্ড শো অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান , সম্প্রতি নয়াদিল্লী সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে । মুখ্যমন্ত্রী রাজ্যে টিসিআরের আরও দুটি আইআর ( ইণ্ডিয়ান রিজার্ভ ) বাহিনীর প্রয়োজনীয়তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উত্থাপন করেন । সেই অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী টিএসআরের দুটি আইআর বাহিনী দেওয়ার অনুমতি দিয়েছেন ।

ফলে সহসাই টিএসআরের দুটি অতিরিক্ত বাহিনী পেতে চলেছে রাজ্য । বর্তমানে রাজ্যে মোট চৌদ্দটি বাহিনী রয়েছে । এর মধ্যে এগারোটিই আইআর বাহিনী । আর দুটি বাহিনী প্রাপ্তি হলে টিএসআর ( আইআর ) বাহিনীর সংখ্যা দাঁড়াবে তেরোটি । উল্লেখ্য , টিএসআর দ্বিতীয় বাহিনীর উদ্যোগে আয়োজিত আজকের এই ব্যাণ্ড শো মূলত রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের মস্তিষ্ক প্রসূত । এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা বলেন , অভিনব এই উদ্যোগ দেশাত্মবোধের ভাবনা চিন্তা থেকেই আসে । এখন থেকে সপ্তাহশেষের প্রতি শনিবার রাজপ্রাসাদের সামনে জাতীয় পতাকাতলে এই ব্যাণ্ড শো চলবে । এতে পুলিশ বাহিনী এবং সাধারণ্যের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে ।

জওয়ানদের প্রতি সাধারণের আস্থা যেমন বাড়বে তেমনি দেশপ্রেমেও উদ্বুদ্ধ হবে সাধারণ মানুষ । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের টিএসআর জওয়ানরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার ছাপ রেখেছেন । জঙ্গি দমনেও টিএসআর বাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা অবিস্মরণীয় । এই কাজে অনেক জওয়ানকে শহিদও হতে হয়েছে । শ্রদ্ধার সাথে তাদের অবদান মনে রাখতে হবে । দেশ জুড়েও টিএসআর বাহিনীর দক্ষতার খ্যাতি রয়েছে । দিল্লীতে রাজ্যের একটি বাহিনী সফলতার সাথে কাজ করে যাচ্ছে ।

তেমনি ছত্তিশগড়ে শিল্প সুরক্ষায় নিয়োজিত রয়েছে টিএসআরের আরও একটি বাহিনী । জওয়ানদের এই ভূমিকায় ভবিষ্যৎ প্রজন্মও উৎসাহ পাচ্ছে । যুব সম্প্রদায় নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার বিষয়েও উৎসাহী হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন , শুধু নিরাপত্তার কাজই নয় , গতানুগতিক সিলেবাসের বাইরে এসে সমাজসেবা মূলক অনেক কাজও করে চলছেন টিএসআর জওয়ানরা । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিজিপি সৌরভ ত্রিপাঠী , আইজিপি ( ক্রাইম অ্যান্ড ইন্টিলিজেন্স ) জি কে রাও , আইজিপি ( টিএসআর ) সৌমিত্র ধর , টিএসআর দ্বিতীয় বাহিনীর কমাণ্ডেন্ট পিনাকী সামন্ত প্রমুখ ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

6 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

6 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

6 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago