ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারী মাসে । এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে একটি পর্যায়েই ( টার্ম ) পরীক্ষা অনুষ্ঠিত হবে । উল্লিখিত বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে পর্ষদের । প্রাপ্ত খবর অনুসারে পর্ষদের লক্ষ্যমাত্রা রয়েছে এপ্রিলের পরীক্ষার ফলাফল প্রকাশের যাবতীয় প্রক্রিয়া শেষ করার । রাজ্য বিধাসভা নির্বাচন সহ অন্য কোনও জরুরি প্রসঙ্গ এবং অনিবার্য বাধা না থাকলে ফেব্রুয়ারীর মাঝমাঝি সময়ে শুরু হবে পর্ষদের পরীক্ষা । চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত । কোভিড পরিস্থিতিজনিত কারণে চলতি ২০২২ সালে দুটি পর্যায়ে ( টার্ম ) পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সামনের বছর ২০২৩ সালে পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি পর্যায়ে ( টার্ম ) । এইসব বিষয় চূড়ান্ত হয়ে গেছে বলে খবর । পাশাপাশি পরীক্ষা অনুষ্ঠিত হবে পর্ষদের নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে । ইতিমধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে পাঠ্যসূচি জানিয়ে দেওয়া হয়েছে । জানা গেছে ২০২৩ সালে যথারীতি আভ্যন্তরীণ মূল্যায়নও হাতেকলমে ( প্র্যাকটিকেল ) পরীক্ষায় ২০ এবং ৩০ নম্বর থাকবে । এর থেকে প্রাপ্ত যোগ হবে মূল লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে । আভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর দেওয়া হবে চারটি বিষয়ের ভিত্তিতে । প্রতিটি ক্ষেত্রে পাঁচ নম্বর করে মোট কুড়ি নম্বর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে আভ্যন্তরীণ মূল্যয়নের ক্ষেত্রে । এর মধ্যে যান্মাষিক পরীক্ষায় এবং প্রি বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পাঁচ নম্বর করে দশ নম্বর প্রদানের সংস্থান রয়েছে । এ ছাড়া বিদ্যালয়ে উপস্থিতির হার ও নোটবুকের ভিত্তিতে পাঁচ করে দশ নম্বর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে । এভাবে আভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর প্রদানের সংস্থান রাখা হয়েছে । আর উচ্চ মাধ্যমিকে হাতেকলমের ( প্র্যাকটিকেল ) মূল পরীক্ষা হবে কুড়ি নম্বরের । এ ক্ষেত্রে মোট ত্রিশ নম্বরের মধ্যে বাকি দশ নম্বরের সংস্থান রাখা হয়েছে বিদ্যালয়ে উপস্থিতির হার ও নোটবুকের ভিত্তিতে পাঁচ নম্বর করে । এছাড়া করোনা জীবাণু সংক্রমণজনিত কারণে বন্ধ থাকার পর এবার পর্ষদের তরফে বার্ষিক শিক্ষাসূচি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে । এ নিয়ে জানতে চাইলে পর্ষদের সচিব ড . দুলালবাবু সরাসরি কোনও মন্তব্য করতে চাননি । তিনি অবশ্য পরোক্ষে খবরের সত্যতা স্বীকার করেন।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…