২৩-এ পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারিতে

এই খবর শেয়ার করুন (Share this news)

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারী মাসে । এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে একটি পর্যায়েই ( টার্ম ) পরীক্ষা অনুষ্ঠিত হবে । উল্লিখিত বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে প্রাথমিক অনুমোদন মিলেছে পর্ষদের । প্রাপ্ত খবর অনুসারে পর্ষদের লক্ষ্যমাত্রা রয়েছে এপ্রিলের পরীক্ষার ফলাফল প্রকাশের যাবতীয় প্রক্রিয়া শেষ করার । রাজ্য বিধাসভা নির্বাচন সহ অন্য কোনও জরুরি প্রসঙ্গ এবং অনিবার্য বাধা না থাকলে ফেব্রুয়ারীর মাঝমাঝি সময়ে শুরু হবে পর্ষদের পরীক্ষা । চলবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত । কোভিড পরিস্থিতিজনিত কারণে চলতি ২০২২ সালে দুটি পর্যায়ে ( টার্ম ) পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সামনের বছর ২০২৩ সালে পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি পর্যায়ে ( টার্ম ) । এইসব বিষয় চূড়ান্ত হয়ে গেছে বলে খবর । পাশাপাশি পরীক্ষা অনুষ্ঠিত হবে পর্ষদের নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে । ইতিমধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে পাঠ্যসূচি জানিয়ে দেওয়া হয়েছে । জানা গেছে ২০২৩ সালে যথারীতি আভ্যন্তরীণ মূল্যায়নও হাতেকলমে ( প্র্যাকটিকেল ) পরীক্ষায় ২০ এবং ৩০ নম্বর থাকবে । এর থেকে প্রাপ্ত যোগ হবে মূল লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে । আভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর দেওয়া হবে চারটি বিষয়ের ভিত্তিতে । প্রতিটি ক্ষেত্রে পাঁচ নম্বর করে মোট কুড়ি নম্বর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে আভ্যন্তরীণ মূল্যয়নের ক্ষেত্রে । এর মধ্যে যান্মাষিক পরীক্ষায় এবং প্রি বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পাঁচ নম্বর করে দশ নম্বর প্রদানের সংস্থান রয়েছে । এ ছাড়া বিদ্যালয়ে উপস্থিতির হার ও নোটবুকের ভিত্তিতে পাঁচ করে দশ নম্বর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে । এভাবে আভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর প্রদানের সংস্থান রাখা হয়েছে । আর উচ্চ মাধ্যমিকে হাতেকলমের ( প্র্যাকটিকেল ) মূল পরীক্ষা হবে কুড়ি নম্বরের । এ ক্ষেত্রে মোট ত্রিশ নম্বরের মধ্যে বাকি দশ নম্বরের সংস্থান রাখা হয়েছে বিদ্যালয়ে উপস্থিতির হার ও নোটবুকের ভিত্তিতে পাঁচ নম্বর করে । এছাড়া করোনা জীবাণু সংক্রমণজনিত কারণে বন্ধ থাকার পর এবার পর্ষদের তরফে বার্ষিক শিক্ষাসূচি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে । এ নিয়ে জানতে চাইলে পর্ষদের সচিব ড . দুলালবাবু সরাসরি কোনও মন্তব্য করতে চাননি । তিনি অবশ্য পরোক্ষে খবরের সত্যতা স্বীকার করেন।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

8 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

8 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

8 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

8 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

8 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

8 hours ago