২৩-এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত মানুষ : সুদীপ

 ২৩-এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত মানুষ : সুদীপ
এই খবর শেয়ার করুন (Share this news)

শাসক বিজেপি দলের কাজকর্মে রাজ্যের মানুষ অতিষ্ঠ। বিজেপি দলের প্রতি অতিষ্ঠ হয়ে এই দলের নেতা কর্মীরা কংগ্রেস দলে যোগ দিচ্ছে। রাজ্যের কংগ্রেস দলের নেতা আশিস সাহা বুধবার কুমারঘাটের সাংবাদিকদের সাথে কথাবার্তা বলতে গিয়ে এই বক্তব্য রাখেন। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিস সাহার নেতৃত্বে কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে আসে। এদিন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় বিজেপি ঊনকোটি জেলার প্রাক্তন সভানেত্রী বনানী ভট্টাচার্য সহ আঠারো পরিবারের একাশিজন ভোটার কংগ্রেস দলে যোগ দেয়। বিধায়ক সুদীপ রায় বর্মণ দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন। এদিন এই বিধানসভার মাছমারা এলাকাতেও একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে। মাছমারাতে তেতাল্লিশ পরিবারের একশ বিয়াল্লিশ জন ভোটার বিজেপি এবং সিপিআই(এম) দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেয়। কংগ্রেস নেতা এদিন সাংবাদিকদের সাথে কথাবার্তা বলতে গিয়ে বলেন, এদিন পাবিয়াছড়া বিধানসভা এলাকাতে দুইটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই দুইটি যোগদান সভাতে ৫৫ পরিবারের ২৪৩ জন ভোটার বিজেপি ও সিপিআই(এম) দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেয় ৷ কংগ্রেস নেতা আশিস সাহা জানান, বিজেপি দলের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিজেপি দল ছেড়ে মানুষ কংগ্রেস দলে যোগ দিচ্ছে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপি সরকার একটি জুমলাবাজ সরকার। মানুষের সাথে প্রতারণা করে এই দল ক্ষমতায় এসেছে। ভিশন ডকুমেন্টে রাজ্যের জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এই সরকার পালন করেনি। তিনি বলেন, রাজ্যের মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য তৈরি হয়ে আছে। বিজেপি দলের কাজকর্মে মানুষ অতিষ্ঠ। রাজ্যের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারটাকে ক্ষমতায় এনেছিল। কিন্তু এই সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিজেপি দলের নেতা কর্মীরা দলের উপর অতিষ্ঠ হয়ে কংগ্রেস দলে যোগ দিচ্ছে। তিনি জানান, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুত হয়ে আছে। এদিন মাছমারা এলাকাতে যে যোগদান সভা অনুষ্ঠিত হয় সেই যোগদান সভাতে এছাড়াও বক্তব্য রাখেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মহম্মদ বদরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। এদিকে বিজেপি পাবিয়াছড়া মণ্ডল কমিটি থেকে এদিন সন্ধ্যায় মণ্ডল অফিসে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের যোগদান সভাকে মিথ্যা বলে আখ্যয়িত করেন বিজেপি ঊনকোটি জেলা সম্পাদক রিন্টু লাল দে। তিনি বলেন বিজেপি দলের কোনও নেতা কার্যকর্তা তাদের দল ছেড়ে যায়নি। কংগ্রেস দল বিভ্রান্তি ছড়ানোর জন্য তা প্রচার করছে। । তিনি বলেন, জনৈকা বনানী ভট্টাচার্য তিন বছর আগেই তাদের দল ছেড়ে চলে গেছে। জেলা সম্পাদক বলেন, কংগ্রেস দলের হাতে কোনও ইস্যু নেই। ফলে বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা এই অপপ্রচার চালাচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেনে এছাড়াও উপস্থিত ছিলেন পাবিয়াছড়া মণ্ডল কমিটির সভাপতি কার্তিক দাস এবং ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.