২৩ টেট উত্তীর্ণকে তেইশ দিনের মধ্যে নিয়োগ
সেপ্টেম্বর 2 তেইশজন চাকরিপ্রার্থীকে এবার ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রথমে প্রাথমিক শিক্ষা পর্যদের ভুল এবং পরে ভুল স্বীকার করেও গাফিলতি , আর সেই কারণেই বিগত ছ’বছর ধরে বঞ্চনার শিকার এই চাকরিপ্রার্থীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ , শূন্যপদ না থাকলে , প্রয়োজনে শূন্যপদ তৈরি করে মামলাকারী তেইশ জনকে চাকরি দিতে হবে । এমনকী , তাঁরা চাকরি পেয়েছেন কি না , পরবর্তী শুনানির দিন আদালতকে তা জানাতে হবে । ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন সোহম রায় চৌধুরী সহ তেইশ জন পরীক্ষার্থী । ২০১৬ সালে পরীক্ষার ফল বেরোলে দেখা যায় তাঁরা অসফল হয়েছেন । সেই মতো তাঁরা চাকরি পাননি । সোহমদের দাবি ছ’টি প্রশ্ন ভুল থাকার জন্যই তাঁরা অনুত্তীর্ণ হয়েছেন । এমনকী , সেই সময় প্রশিক্ষিত নন এমন অনেককেই চাকরি দেওয়া হয়েছে । ঘটনাচক্রে প্রশ্ন ভুলের জন্য একটি মামলায় কয়েকজন ভুলের। কয়েকজন মামলাকারীকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই নির্দেশকে হাতিয়ার করে বাড়তি নম্বরের আশায় সোহমরাও হাই কোর্টে মামলা করেন । পর্ষদের বক্তব্য , ভুল হয়েছে ঠিকই। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে শূন্যপদের তালিকা নেই । তাই এখনও তেইশজনকে নিয়োগ করা যায়নি । রাজ্য শূন্যপদ জানালে নিয়োগ করা হবে তাঁদের । এই যুক্তি গ্রহণ করেনি আদালত । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ , ছয় বছর ধরে এই তেইশজন বঞ্চিত হয়েছেন । আরও সময় দেওয়া সম্ভব নয় । প্রয়োজনে ভবিষ্যতের জন্য থাকা শূন্যপদ থেকে নিয়োগ দিতে হবে । তাঁর নির্দেশ , আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই তেইশজনকে চাকরিতে নিয়োগ করতে হবে । অন্যদিকে , শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মুখ খুললেন ‘ সিঙ্গুরের মাস্টারমশাই ’ এবং মমতার মন্ত্রিসভার প্রথম বিদ্যালয় শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য । তার আমলের দুর্নীতি নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি । ‘ শিক্ষক দিবস ’ – এর দিনই মাস্টার মশাই বললেন যে , অধুনা গ্রেপ্তার এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ‘ মাস্টারমশাই ’ বলে ডাকতেন , তাঁর এমন রূপ তিনি বঞ্চনা করতে পারেননি । পাশাপাশিই জানালেন , তৃণমূলের অন্য অনেক বিধায়কের মতো দলের নির্দেশে চাকরিপ্রার্থীদের তালিকা জমা দিয়েছিলেন তিনিও । তৃণমূল ছেড়ে আগেই তিনি যোগ দিয়েছেন বিজেপিতে । এবার শিক্ষক দিবসের দিনেই মমতার সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রবীন্দ্রনাথবাবু ।