Categories: দেশ

২৩ টেট উত্তীর্ণকে তেইশ দিনের মধ্যে নিয়োগ

এই খবর শেয়ার করুন (Share this news)

সেপ্টেম্বর 2 তেইশজন চাকরিপ্রার্থীকে এবার ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রথমে প্রাথমিক শিক্ষা পর্যদের ভুল এবং পরে ভুল স্বীকার করেও গাফিলতি , আর সেই কারণেই বিগত ছ’বছর ধরে বঞ্চনার শিকার এই চাকরিপ্রার্থীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ , শূন্যপদ না থাকলে , প্রয়োজনে শূন্যপদ তৈরি করে মামলাকারী তেইশ জনকে চাকরি দিতে হবে । এমনকী , তাঁরা চাকরি পেয়েছেন কি না , পরবর্তী শুনানির দিন আদালতকে তা জানাতে হবে । ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন সোহম রায় চৌধুরী সহ তেইশ জন পরীক্ষার্থী । ২০১৬ সালে পরীক্ষার ফল বেরোলে দেখা যায় তাঁরা অসফল হয়েছেন । সেই মতো তাঁরা চাকরি পাননি । সোহমদের দাবি ছ’টি প্রশ্ন ভুল থাকার জন্যই তাঁরা অনুত্তীর্ণ হয়েছেন । এমনকী , সেই সময় প্রশিক্ষিত নন এমন অনেককেই চাকরি দেওয়া হয়েছে । ঘটনাচক্রে প্রশ্ন ভুলের জন্য একটি মামলায় কয়েকজন ভুলের। কয়েকজন মামলাকারীকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই নির্দেশকে হাতিয়ার করে বাড়তি নম্বরের আশায় সোহমরাও হাই কোর্টে মামলা করেন । পর্ষদের বক্তব্য , ভুল হয়েছে ঠিকই। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে শূন্যপদের তালিকা নেই । তাই এখনও তেইশজনকে নিয়োগ করা যায়নি । রাজ্য শূন্যপদ জানালে নিয়োগ করা হবে তাঁদের । এই যুক্তি গ্রহণ করেনি আদালত । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ , ছয় বছর ধরে এই তেইশজন বঞ্চিত হয়েছেন । আরও সময় দেওয়া সম্ভব নয় । প্রয়োজনে ভবিষ্যতের জন্য থাকা শূন্যপদ থেকে নিয়োগ দিতে হবে । তাঁর নির্দেশ , আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই তেইশজনকে চাকরিতে নিয়োগ করতে হবে । অন্যদিকে , শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মুখ খুললেন ‘ সিঙ্গুরের মাস্টারমশাই ’ এবং মমতার মন্ত্রিসভার প্রথম বিদ্যালয় শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য । তার আমলের দুর্নীতি নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি । ‘ শিক্ষক দিবস ’ – এর দিনই মাস্টার মশাই বললেন যে , অধুনা গ্রেপ্তার এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ‘ মাস্টারমশাই ’ বলে ডাকতেন , তাঁর এমন রূপ তিনি বঞ্চনা করতে পারেননি । পাশাপাশিই জানালেন , তৃণমূলের অন্য অনেক বিধায়কের মতো দলের নির্দেশে চাকরিপ্রার্থীদের তালিকা জমা দিয়েছিলেন তিনিও । তৃণমূল ছেড়ে আগেই তিনি যোগ দিয়েছেন বিজেপিতে । এবার শিক্ষক দিবসের দিনেই মমতার সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রবীন্দ্রনাথবাবু ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…

36 mins ago

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

23 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

23 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

23 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

23 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

23 hours ago