Categories: খেলা

২৩ বছরে ত্রিপুরা স্পোর্টস স্কুল

এই খবর শেয়ার করুন (Share this news)

দীর্ঘদিনের নানাহ জীবন্ত সমস্যা এবং সাফল্য ও ব্যর্থতাকে সঙ্গী করেই বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল ২৩ তম বর্ষে পদার্পণ করলো । আজ ১ আগষ্ট ছিল ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবস । ২০০০ সালে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা অর্থাৎ এর যাত্রা শুরু হয়েছিল । রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের কথা মাথায় নিজেদের রেখে এবং খেলাধুলা ও পড়শোনা দুটো এক সাথে চালিয়ে নিজেদের যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে তৎকালীন বাম সরকারের আমলে স্থাপন করা হয়েছিল এই স্পোর্টস স্কুল । দেখতে দেখতে আজ ২৩ তম বর্ষে পাঁ রাখলো শহর দক্ষিণের বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল । আজ অনেকটা সাদা মাটাভাবে স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল কর্তৃপক্ষ । কোভিড পরিস্থিতির কারণে গত দুবছর ধরে স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোনও অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি । এবারও রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেই স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হলো । তবে বিগত দিনে স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবসে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যে এটা উৎসাহ ও উদ্দীপনা দেখা যেতো তা এবার কিন্তু লক্ষ্য করা যায়নি । শিক্ষার্থী ও অভিভাবক থেকে শুরু করে স্কুলের একাডেমি বিভাগের শিক্ষক ও শিক্ষিকা এবং ক্রীড়া বিভাগের শারীর শিক্ষক ও শিক্ষিকা কারোর মধ্যে ছিল না বাড়তি কোনও উৎসাহ । এমন এক পরিবেশের মধ্য দিয়েই আজ বিকেলে স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় । আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে আসেননি ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী । এমনকী স্থানীয় বিধায়িকা মিমি মজুমদারকে ও দেখা যায়নি এ দিনের অনুষ্ঠানে । এর মধ্যে অনুষ্ঠানের মাঝ সময়ে এসে যোগ দিলেন ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মণিকা দাস । ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যরা । অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিগত বছরের পারফরম্যান্স রিপোর্ট কার্ড তুলে ধরেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তথা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর । স্পোর্টস স্কুলের পারফরম্যান্স যে খুব একটা প্রত্যাশিত ও ভালো নয় তা উঠে এলো ওনার আলোচনায় । একাডেমি ও ক্রীড়া বিভাগে স্কুলের পারফরম্যান্স যে রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে তাই উঠে এলো । যদিও এই ব্যর্থতার জন্য কোভিড পরিস্থিতির দোহাই দিতেই শোনা গেল । এ দিনের অনুষ্ঠানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে যে ছয়জনকে পুরস্কৃত করা হয়েছে তারা হলেন অ্যাটলেটিক্সে জিতেন্দ্ৰ দেববর্মা ও সুমিতা দেববর্মা । ফুটবলের অপজিৎ ত্রিপুরা ও ধনিতা রিয়াং এবং জিমনাস্টিক্সে মিতালী ত্রিপুরা ও সাগর ঘোষ । এ বছর স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে । এছাড়া একাডেমি বিভাগের বিভিন্ন ক্লাসের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সম্মান জানানো হয়েছে অনুষ্ঠানে । নবাগতদের বরণ করে নেওয়া হয়েছে এবং তাদের হাতে স্কুল ইউনিফর্ম তুলে দেওয়ার হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র তথা ত্রিপুরা স্পোর্টস স্কুলের মানেজিং কমিটির চেয়ারম্যান মণিকা দাস দও ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যরা বক্তব্য রাখেন। উল্লেখ্য , গত প্রায় এক বছর হতে চললো স্কুলে প্রধান শিক্ষক নেই । একজন সহকারী প্রধান শিক্ষিকা রয়েছেন । এই অবস্থায় একজন সহ অধিকর্তাকে স্কুলের নিজস্ব কাজ সামলানোর পাশাপাশি স্কুল ইনচার্জ তথা প্রধান শিক্ষকের যাবতীয় কাজ সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে । তাছাড়া , ক্রীড়া দপ্তরের নজরদারি ও অবহেলার কারণে গত কয়েক বছরে স্কুলে এক বিশৃঙ্খলার পরিবেশ কায়েম হয়েছে । স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা দপ্তরের ভূমিকা নিয়ে ভীষণ ক্ষুব্ধ । স্কুলে নানাহ সমস্যা থাকা সত্ত্বেও তা সমাধানের কোনও উদ্যোগ নেই ক্রীড়া দপ্তরের ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

11 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

11 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

12 hours ago