২৭০ কেজির রড ঘারে পড়ে মৃত্যু পাওয়ারলিফটারের!!

 ২৭০ কেজির রড ঘারে পড়ে মৃত্যু পাওয়ারলিফটারের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজস্থান বিকানের জেলায় ২৭০ কেজির রড ঘাড়ে পড়ে মৃত্যু হল জুনের ন্যাশনাল গেমসে স্বর্ণপদক জয়ী এক মহিলা ডা-লিফটের।১৭ বছর বয়সী ইয়াস্তিকা আচার্য মঙ্গলবার প্রশিক্ষণের সেশনের সময় ২৭০ কেজি ওজনের রড আচমকাই গলায় পড়ে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভারী রড পড়ে যাওয়ায় ইয়াস্তিকার গলা ভেঙে যায়,
দুর্ঘটনার পর, জুনিয়র ন্যাশনাল গেমসে স্বর্ণপদকজয়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা তিওয়ারি আরও জানান, তার প্রশিক্ষকও দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ইয়াস্তিকা আচার্যের পরিবার কোনও অভিযোগ দায়ের করেনি।তার মৃত্যু ক্রীড়াজগতের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.