২৭ শে আসছেন প্রধানমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের জোর প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়ে গেছে। বিশেষ করে শাসক দলে। আগামী বিধানসভা নির্বাচনকে গেরুয়া শিবির বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। ভারতবর্ষে বাম শাসিত একমাত্র রাজ্য ত্রিপুরা, যেখানে ২০১৮ সালে কমিউনিস্টদের পরাজিত করে বিজেপি ক্ষমতা দখল করেছে। পাঁচ বছর পর সেই রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরতে না পাড়লে গোটা দেশেই রাজনৈতিক ভাবে বেকায়দায় পড়তে হবে পদ্ম শিবিরকে। এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি অনেক আগে থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা থেকে শুরু করে যাবতীয় ভোট মুখোমুখি কর্মসুচী চালিয়ে যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে এখন শুধু চলছে নানা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। ক’দিন আগে রাস্ট্রপতি দুই দিনের সফর শেষ করে গেছেন। তাঁর হাত দিয়ে উদ্বোধন ও শিলান্যাস হয়েছে একাধিক প্রকল্পের। এবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হওয়ার পর এই প্রথম তিনি ত্রিপুরায় আসবেন আগামী ২৭ অক্টোবর। অরুনাচল প্রদেশে ভোট প্রচারে যাবেন প্রধানমন্ত্রী। সেই সময়ে তিনি ত্রিপুরাতেও আসবেন। এখন পর্যন্ত যতটুকু জানাগেছে, এদিন বিবেকানন্দ ময়দানে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্পের। ঘোষণা করতে পারেন রাজ্যের উন্নয়নে বিশেষ কোনও প্রকল্পের। তবে প্রধানমন্ত্রীর রাজ্যে আসার খবর আসতেই প্রশাসন থেকে শুরু করে রাজ্য বিজেপির মধ্যেও জোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে যাবেন। তাছাড়াও আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যবাসীকে কি বার্তা দেবেন? তা নিয়েও জনমনে আগ্রহ তৈরি হয়েছে। বিরোধীদের বক্তব্য অবশ্য ভিন্ন। তাদের বক্তব্য, ২০১৮ সালে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা সবই জুমলা। একটা প্রতিশ্রুতিও পালন করেনি বর্তমান সরকার।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

22 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

22 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

22 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

22 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago