দুই মার্চ একুশটি গণনাকেন্দ্রে ভোট গণনা নির্বিঘ্ন এবং শান্তিতে শেষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন আটাশ ফেব্রুয়ারী থেকেই পর্যবেক্ষক নিয়োগ করছে। অপরদিকে মুখ্য নির্বাচন আধিকারিক সপার্ষদ জেলা সফর করে গণনা কেন্দ্রগুলির অবস্থা এবং দুই মার্চের গণনার প্রস্তুতি ইত্যাদি খতিয়ে দেখছেন। পর্যালোচনা বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, ডিজিপিও। তাদের সফরের পরেই জেলাশাসক ও পুলিশ সুপারেরা বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু করবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্য নির্বাচন আধিকারিক দক্ষিণ জেলা, গোমতি এবং সিপাহিজলা জেলায় গণনাপূর্ব পরিস্থিতি পর্যালোচনা করেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব জে কে সিন্হা, ডিজিপি অমিতাভ রঞ্জন এবং অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি। তিন জেলাতেই বৈঠকে ছিলেন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারেরা।নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ভোট গণনাপূর্ব পরিস্থিতি পর্যালোচনায় জেলাগুলির অন্যান্য আধিকারিকও উপস্থিত ছিলেন বৈঠকগুলিতে।প্রতিটি বৈঠকেই ভোট গণনা নির্বিঘ্নে শেষ করা নিয়ে আলোচনা হয়। মুখ্য নির্বাচন আধিকারিকের পর্যালোচনা বৈঠকের পর জেলাশাসককে জানিয়ে দেওয়া হয়েছে তারা জেলা স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন গণনা নির্বিঘ্ন রাখা সহ নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ে। সেই বৈঠকগুলিতে পুলিশ সুপার সহ রিটার্নিং অফিসারদেরও থাকার কথা। অবশ্য জেলাগুলিতে বিভিন্ন থানাস্তরেও সর্বদলীয় বৈঠকের নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের।সেই মতো বুধবার পশ্চিম আগরতলা মহিলা থানায় বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন এসডিপিও অজয় দাস। দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে গণনা কেন্দ্রে কোন্ কোন্ নিয়মকানুন মেনে চলতে হবে। তাছাড়া গণনায় কোনও বিশৃঙ্খল অবস্থা তৈরি হলে তা কোনওভাবেই মানা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। দলগুলি অবশ্য শান্তিপূর্ণভাবে গণনা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। সোনামুড়াতেও বুধবার বিভিন্ন দলগুলিকে নিয়ে গণনাপর্বের গণনার পরের ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণনা কেন্দ্রের বিধি নিষেধ নিয়ে বৈঠক করেন মহকুমাশাসক মানিক লাল দাস। সোনামুড়া রেভিনিউ ডাক বাংলোতে এই বৈঠকে মহকুমার চারটি আসন নিয়েই আলোচনা হয়। এই বৈঠকে চার কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরাও
উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগরতলায় উমাকান্ত একাডেমিতে দুটি দালানবাড়িতে চৌদ্দটি বিধানসভা আসনের ভোট গণনা হবে।এই কেন্দ্রগুলি হলো সিমনা, মোহনপুর, বামুটিয়া, বড়জলা, খয়েরপুর, আগরতলা, রামনগর, বড়দোয়ালি, বনমালীপুর, মজলিশপুর, মান্দাইনগর, প্রতাপগড়, বাধারঘাট এবং সূর্যমণিনগর। টাকারজলা, গোলাঘাটি দুটি কেন্দ্রের ভোট গণনা হবে জম্পুইজলায় মহকুমাশাসকের দপ্তরে। কমলাসাগর, বিশালগড়, চড়িলামের ভোট গণনা বিশালগড়ে এসডিএম অফিসের দুটি বাড়িতে। বক্সনগর, সোনামুড়া, ধনপুর, নলছড়ের ভোট গণনা সোনামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।খোয়াই মহকুমাশাসকের দপ্তরে গোনা হবে খোয়াই, আশারামবাড়ি, রামচন্দ্রঘাট কেন্দ্রের ভোট। কল্যাণপুর, তেলিয়ামুড়া, কৃষ্ণপুর কেন্দ্রের ভোট গণনা হবে তেলিয়ামুড়া এসডিএম অফিসে।গোমতি জেলায় বাগমা, রাধাকিশোরপুর,মাতাবাড়ি, শালগড়া-কাকড়াবন কেন্দ্রের গণনা হবে রমেশ স্কুলে। রাজনগর, ঋষ্যমুখ, বিলোনীয়ার গণনা হবে বিলোনিয়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে। শান্তিরবাজার মহকুমা শাসকের দপ্তরে গোনা হবে শান্তিরবাজার, জোলাইবাড়ি কেন্দ্রের ভোট। সাব্রুম মহকুমাশাসকের দপ্তরে সাব্রুমের দুটি আসন এবং অমরপুর দ্বাদশ স্কুলে গণনা হবে অমরপুর ও অম্পির ভোট। করবুক মহকুমাশাসকের দপ্তরে গোনা হবে একমাত্র করবুক আসনটি। গণ্ডাছড়া মহকুমাশাসকের দপ্তরে রাইমাভ্যালি কেন্দ্রের ভোট গোনা হবে। কমলপুর ও সুরমা কেন্দ্রের ভোট গোনা হবে কমলপুর দ্বাদশ স্কুলে। কুলাই দ্বাদশে গোনা হবে আমবাসা কেন্দ্রের ভোট। করমছড়া এবং ছামনু কেন্দ্রের ভোট গোনা হবে লংতরাইভ্যালি মহকুমাশাসকের দপ্তরে। পাবিয়াছড়া ও ফটিকরায় কেন্দ্রের ভোট গোনা হবে পাবিয়াছড়া দ্বাদশে। কৈলাসহর, চণ্ডীপুরের ফল গোনা হবে আর কেআইয়ে। কদমতলা-কুর্তি, বাগবাসা, ধর্মনগর, যুবরাজনগরের ভোট গোনা হবে বিকেআইয়ে। পানিসাগর কেন্দ্রের ভোট পানিসাগর পঞ্চায়েতে এবং পেচারথল ও কাঞ্চনপুর কেন্দ্রের ভোট কাঞ্চনপুর দ্বাদশে গোনা হবে। সবগুলি কেন্দ্রেই গণনা শুরু হবে সকাল আটটা থেকে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…