২৮ কোপে পাঁঠা বলি!
মাতাবাড়িতে পাঁঠা বলি দিতে খড়গ দিয়ে ২৮টি কোপ দিতে হয়েছে। দর্শনার্থীদের মধ্যে অনেকেই অমঙ্গলের আশঙ্কা করছেন বলে গুঞ্জন উঠেছে। বলির পাঁঠায় কোনও খুঁত থাকলে নাকি এমন হয়। বিষয়টি আসলে কি হয়েছে তা জানার জন্য মন্দিরের ৩৩ বছরের বছরের পূজারি, পুরোহিত প্রসেনজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,৩৩ বছরে পাঁঠা বলি দিতে খড়গের ২৮টি কোপ লেগেছে এমন ঘটনা দেখেননি। তবে বহু আগে একবার ১৬টি কোপ লেগেছিল। তিনি বলেন, পাঁঠায় যদি কোনও খুঁত থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটে। এই দিনও বলির সময় পুরোহিত ছিলেন আশিস চক্রবর্তী।মন্দিরের প্রধান পুরোহিত আশিস চক্রবর্তী জানান, আজ মন্দিরে পুজো দিতে আসার আগে খাওয়াইয়ের বাসিন্দা সঞ্জয় তাঁতি নাকি তার নিজের এলাকায় ৫/৬ জন আত্মীয়কে নিমন্ত্রণ করে এসেছেন যে আজ রাতে পাঁঠার মাংস দিয়ে নিমন্ত্রণ কাজ হবে। মন্দিরের পুরোহিত সেই কারণেই বলেন, এই পাঁঠা এই কারণে মায়ের পুজোতে লাগেনি। তাই এই পাঁঠা বলিতে ২৮ কোপ লেগেছে। মন্দিরের ম্যানেজার মানিক দত্তের প্রতিক্রিয়ায় জানান, এর আগেও গত এক বছর আগে ২১ কোপে পাঁঠার বলি হয়েছিলো। এর ২/৩ বছর আগে ১৬ কোপে পাঁঠার বলি হয়েছিল। মন্দিরের পুরোহিত জানান, কোনও অন্যায় ও অবিচার হলে এই ঘটনা ঘটে। তবে এইরকম ঘটনা ঘটলে ফের আবার নতুন করে পাঠার বলি দিতে হয় রীতি অনুযায়ী। তাই মন্দিরের পুরোহিতের নির্দেশ মতো আবার কোনও একদিন মন্দিরে নতুন করে পাঁঠা বলির আয়োজন করবে সঞ্জয় তাঁতি। এই ঘটনায় সঞ্জয় তাঁতির পরিবারে বেদনার সঞ্চার হয়।