২ ধাপে রাজ্যে পৌঁছল ৭০ কোম্পানি আধাসেনা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের দু’টি লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দুই ধাপে রাজ্যে এসে পৌঁছে গেছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী।তার মধ্যে প্রথম ধাপে রাজ্যে পৌঁছায় ৩৫ কোম্পানি বিএসএফ এবং ১৫ কোম্পানি সিআরপিএফ।দ্বিতীয় ধাপে রাজ্যে পৌছায় আরও ২০ কোম্পানি বিএসএফ জওয়ান।শীঘ্রই আরও বিশাল সংখ্যক কেন্দ্রীয় আধাসেনা বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে। ইতিমধ্যে দুই ধাপে রাজ্যে পৌঁছানো ৭০ কোম্পানি আধাসেনা বাহিনীর মধ্যে পশ্চিম জেলায় রাখা হয়েছে ১৪ কোম্পানি আধাসেনা জওয়ান।ধলাই জেলার রাখা হয়েছে ১১ কোম্পানি আধাসেনা জওয়ান।গোমতী জেলায় ৮ কোম্পানি আধাসেনা জওয়ান।উত্তর জেলায় রাখা হয়েছে ৭ কোম্পানি আধাসেনা জওয়ান।সিপাহিজলা জেলায় রাখা হয়েছে ৯ কোম্পানি আধাসেনা জওয়ান, দক্ষিণ জেলায় রাখা হয়েছে ৮ কোম্পানি আধাসেনা জওয়ান। ঊনকোটি জেলায় রাখা হয়েছে ৫ কোম্পানি আধাসেনা জওয়ান।খোয়াই জেলায় ৮ কোম্পানি আধাসেনা জওয়ান।প্রতিদিনই নির্বাচনের নিরাপত্তার কাজের জন্য আসা আধাসেনা জওয়ানরা গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় রুট মার্চ-টহলদারি
জারি রেখেছে।জেলাশাসক ও পুলিশ সুপার যৌথভাবে জেলাভিত্তিক প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধারাবাহিকভাবে পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন।মহকুমা শাসক ও মহকুমা পুলিশ অফিসাররা যৌথভাবে মহকুমাস্তরের নির্বাচনের প্রশাসনিক ও নিরাপত্তার বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,
ভারতীয় নির্বাচন কমিশনের নির্বাচনি বিধি অনুযায়ী অবাধ ও নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রক্রিয়া অতিসর্তকতার সঙ্গে গ্রহণ করছেন।জানা গেছে, রাজ্যেও লোকসভার দুই
কেন্দ্রের নির্বাচন সহ রামনগর
বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গ্রহণ করছে নির্বাচন কমিশন।
নির্বাচনিকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা সহ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসছে গোটা রাজ্যকে। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে এবং নির্বিঘ্নে ভোটদান করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নির্বাচনি আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে জানানো হয় ইতিমধ্যে প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভোটকর্মী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়ে গেছে।শীঘ্রই ভোটের জন্য নির্বাচিত ভোটকর্মীদের নামে নিয়োগপত্র ইস্যু করা হবে। বিভিন্ন স্তরের ভোটকর্মীদের কয়েক ধাপে পর্যায়ক্রমে প্রশিক্ষণও দেওয়া হবে। ভোটের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য পানীয় জল, শৌচালয় ও ছায়ার জন্য শেড তৈরির ব্যবস্থা করা হবে।প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করা হবে। দিব্যাঙ্গ ভোটারদের জন্য ভোটকেন্দ্রে র‍্যাম্প তৈরি করা হবে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

9 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

9 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

17 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

18 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

19 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

1 day ago