২ হাজার নোটের ৯৭% ফিরেছে ব্যাঙ্কে!!
অনলাইন প্রতিনিধি :- বাজারে চালু ২০০০ টাকার নোটের ৯৭ শতাংশ ব্যাঙ্কগুলোর কাছে ফিরে এসেছে। শুধুমাত্র ১০,০০০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট এখনও জনগণের কাছে রয়ে গিয়েছে। এই তথ্য প্রদান করেছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের ১৯ মে আরবিআই বাজার থেকে ২০০০ টাকার সমস্ত নোট প্রত্যাহারের ঘোষণা দেয়। সে সময় বাজারে চালু ২০০০ টাকার নোটের সর্বমোট মূল্য ছিলো ৩.৫৬ লক্ষ কোটি টাকা। ৩১ অক্টোবর ২০২৩ বিজনেস ক্লোজ হওয়ার সময় পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ০.১০ লক্ষ কোটি টাকায়। দেশে ১৯টি আরবিআই অফিসেও জনগণ ২০০০ টাকার নোট জমা করতে পারবেন বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া।