৩০ বছরে নানা রূপে ভোলবদল, অবশেষে গ্রেপ্তার

এই খবর শেয়ার করুন (Share this news)

কখনও সে ‘ বজরঙ্গবলী ’ , কখনও ‘ ফৌজি ‘ আবার কখনও ‘ পাশা ’ । ১০৮ নামের অধিকারি না হলেও তার ছদ্মনামের বহর নেহাত কম নয় । এত নাম কেন ? কারণ হরিয়ানা পুলিশের ‘ মোস্ট ওয়ান্টেড’ এর তালিকায় নাম থাকায় পুলিশের চোখে ধুলো দিতে বিভিন্ন সময়ে সে নিজের নাম বদলে দিত । শুধু নাম নয় , দুঁদে অপরাধীদের মতো নিজের অবতারও সে বদলে দিত ঘন ঘন । আসল নাম ওম প্রকাশ । বয়স ৬৫ । হরিয়ানার পানিপথের সামলাখা তহশিলের নারাইনা গ্রামের বাসিন্দা । ৩০ বছর নানা পরিচয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর সম্প্রতি দিল্লি – উত্তরপ্রদেশ পর সীমান্তের গাজিয়াবাদ থেকে হরিয়ানা পুলিশের এসটিএফ ( স্পেশ্যাল টাস্ক ফোর্স ) তাকে গ্রেপ্তার করেছে ।

তার বিরুদ্ধে খুন , ডাকাতি এবং খুনের চেষ্টার মতো একাধিক জামিন- অযোগ্য ধারায় মামলা রয়েছে হরিয়ানার বিভিন্ন থানায় । হরিয়ানা পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন সে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে নিজের দূর সম্পর্কের এক আত্মীয়ের ঝুপড়িতে লুকিয়ে ছিল । সেখানে নিজেকে অন্য নামে পরিচয় দিত সে । একজন স্থানীয় মহিলাকে বিয়েও করেছিল ওম প্রকাশ । তিনটি সন্তানের জনক হয়েছিল । তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছিল সে । স্বামীর গ্রেপ্তারির পর তার চল্লিশ বছর বয়সি স্ত্রী রাজকুমারী পুলিশের কাছে ওম প্রকাশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন । তিনি বলেন , ‘ আমি ওকে ১৯৯৭ সালে বিয়ে করি । তখন জানতাম না যে সে ইতিমধ্যেই বিবাহিত এবং হরিয়ানায় তার একটি পরিবার আছে । ‘ তাকে গ্রেফতারের আগে প্রকাশ হরিয়ানা পুলিশ বলছিল , ওম একগুচ্ছ টুপি পরে থাকে । একটা টুপি পরে ট্রাক চালায় , আর একটা টুপি করে ধর্মীয় অনুষ্ঠানে ভক্তিমূলক গান গায় , অন্য এক টুপি পরে ইয়ার বন্ধুদের নিয়ে ভ্রমণে ব্যস্ত থাকে । এখানেই শেষ নয় । এমনকী ২৮ টি স্বল্প বাজেটের হিন্দি ছবিতে ওম প্রকাশ অভিনয়ও করে গত ৩০ বছরে । ২০০৭ সাল থেকেই স্থানীয় হিন্দি ছবিতে ছোট ছোট অভিনয়ের কাজ করে সে । কখনও পঞ্চায়েত প্রধান , কখনও খলনায়ক , কখনও পুলিশের ভূমিকায় অভিনয় করে সে । পুলিশ জানিয়েছে , ১৫ বছর ধরে ২৮ টি আঞ্চলিক ছবিতে ৫-৬ হাজার টাকার বিনিময়ে অভিনয় করে সে । তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির ‘ টকরাও ’ , ‘ দাবাং ছোঁড়া নাম – ইউপি কা ’ , ‘ বঝটকা ’ , ‘ মা বাপ কি ভুল ’ , ‘ পাঁচ কুয়ারিয়া ’ । সম্প্রতি একটি ছবির শুটিংও করছিল ওমপ্রকাশ । ১৯৮৬ সালে ওম প্রকাশের বিরুদ্ধে প্রথম গাড়ি চুরির অভিযোগ ওঠে । এর চার বছর বাদে মোটরসাইকেল , সেলাই মেশিন এবং স্কুটার চুরির অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে । বেশ কয়েকটি অপরাধের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে আবার জামিনও পেয়ে যায় সে । এই সব ঘটনা পরেই ১৯৮৮ সালে সেনার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয় । ১৯৯২ সালে ভিওয়ান্ডিতে এক বাইকআরোহীর সর্বস্ব লুঠ করার চেষ্টা করে ওম প্রকাশ ও তার এক সঙ্গী ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

12 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

12 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

14 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

14 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

14 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

15 hours ago