Categories: বিদেশ

৩৩৩ টাকার ফুলদানি ৮৯ লাখে বিক্রি করলেন মার্কিন মহিলা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি দোকানে ছাড়ে বিক্রি হচ্ছিল বিভিন্ন পণ্য।জেসিকা ভিনসেন্ট নামের এক তরুণী সেই দোকানে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন।হঠাৎ একটি কাচের ফুলদানিতে তার চোখ আটকে যায়।ফুলদানিটি দেখতে বোতলের মতো। অ্যাকুয়া সবুজ ও লালচে-বেগুনি রঙের ফিতে দিয়ে ফুলদানিটি প্যাঁচানো ছিল।দেখে মনে হচ্ছিল যেন কোনও শিল্পকর্ম।ভারতীয় মুদ্রায় মাত্র ৩৩৩ টাকায় সেই ফুলদানি কিনে ফেলেন ভিনসেন্ট।এরপর যা ঘটল, তা কার্যত ইতিহাস।৪৩ বছর বয়সি ভিনসেন্ট জানান, ভার্জিনিয়ার রাজধানী রিচমন্ডের বাইরে গুডউইল শোরুম থেকে তিনি ঘর সাজানোর জন্য প্রায় ৪ মার্কিন ডলার (৩৩৩ টাকা) দিয়ে ফুলদানিটি তিনি কিনে নেন।তার কথায়,’‘বিক্রি করব এমনটা ভেবে কিন্তু কিনিনি।’ এরপর?ভিনসেন্ট জানান, ফুলদানির সবকিছু খুঁটিয়ে দেখতে গিয়ে এর তলায় লেখা ‘মুরানো’ ও ‘ইতালিয়া’ শব্দ দুটি তার নজরে আসে। এরপরই তিনি ওই দুই শব্দ নিয়ে কিছু পড়াশোনা করেন। সেই সূত্রে তিনি ফুলদানিটি বিক্রির সিদ্ধান্ত নেন।সম্প্রতি তিনি রাইট অকশন হাউসের মাধ্যমে এটি নিলামে তোলেন। অবিশ্বাস্য দাম ওঠে।১ লাখ ৭ হাজার ১০০ মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় ধরলে প্রায় ৮৯ লক্ষ টাকা।মার্কিনি নন, ইউরোপের একজন মার্কিনি নন, নাগরিক ভিনসেন্টের ৩৩৩ টাকার ফুলদানিটি প্রায় ৮৯ লক্ষ টাকায় কিনেছেন।এ প্রসঙ্গে ভিনসেন্ট বলেন, ‘আমার সব সময়ই মনে হয়েছে,আমার দেখার চোখ আছে।আমি অবাক হয়েছি, আমার আগে কেন এমন মহার্ঘ একটা ফুলদানি কারও নজরে পড়ল না !’গুডউইল অব সেন্ট্রাল অ্যান্ড কোস্টাল ভার্জিনিয়ার মুখপাত্র লরা ফাইসন বলেন, ‘প্রতিটি স্টোরে গড়ে প্রতিদিন দুই হাজার নতুন পণ্য আসে।এই ফুলদানিটি সম্ভবত সম্প্রতি এসেছিল। আসলে ওই ফুলদানিটি ছিল গ্লাস আর্টের।’ভিনসেন্ট গত জুনে ফুলদানিটি কেনার পর ফেসবুকে গ্লাস আর্টের গ্রুপে এটির ছবি পোস্ট করেন। ফুলদানিটি ভেনিসের শিল্পকর্ম।ত্রয়োদশ শতাব্দী থেকে ভেনিস এই শিল্পের জন্য বিখ্যাত।ফুলদানিটি বিখ্যাত কাচের কোম্পানি ভেনিনির তৈরি।নকশা করেছিলেন ইতালীয় স্থপতি কার্লো স্কারপা।তিনি ১৯৭৮ সালে মারা যান। ফেসবুকে ভিনসেন্টের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘এগুলো খুবই বিরল।এ ধরনের জিনিস যিনি সংগ্রহ করেন, তিনি অবশ্যই এটি পছন্দ করবেন। কিন্তু বেশির ভাগ মানুষেরই এসব কেনার ক্ষমতা থাকে না।’এরপর ভিনসেন্ট শিকাগোর রাইট অকশন হাউসের প্রেসিডেন্ট রিচার্ড রাইটের সঙ্গে যোগাযোগ করেন।তাকে ই-মেইল করেন।রাইট বলেন, ‘আমি ই-মেইলটা দেখেই বুঝতে পেরেছি, এটি কী ও কতটা বিরল।’বিংশ শতাব্দীর মাঝামাঝি ইতালীয় গ্লাস নকশাকারদের মধ্যে স্কারপা ছিলেন সবচেয়ে প্রথিতযশা। তিনি ১৯৪২ সালে একটি সিরিজ তৈরি করেছিলেন,এই ফুলদানিটি সেই সিরিজেরই একটি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

2 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

2 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

3 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

3 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

3 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

3 hours ago