অনলাইন প্রতিনিধি :-আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি দোকানে ছাড়ে বিক্রি হচ্ছিল বিভিন্ন পণ্য।জেসিকা ভিনসেন্ট নামের এক তরুণী সেই দোকানে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন।হঠাৎ একটি কাচের ফুলদানিতে তার চোখ আটকে যায়।ফুলদানিটি দেখতে বোতলের মতো। অ্যাকুয়া সবুজ ও লালচে-বেগুনি রঙের ফিতে দিয়ে ফুলদানিটি প্যাঁচানো ছিল।দেখে মনে হচ্ছিল যেন কোনও শিল্পকর্ম।ভারতীয় মুদ্রায় মাত্র ৩৩৩ টাকায় সেই ফুলদানি কিনে ফেলেন ভিনসেন্ট।এরপর যা ঘটল, তা কার্যত ইতিহাস।৪৩ বছর বয়সি ভিনসেন্ট জানান, ভার্জিনিয়ার রাজধানী রিচমন্ডের বাইরে গুডউইল শোরুম থেকে তিনি ঘর সাজানোর জন্য প্রায় ৪ মার্কিন ডলার (৩৩৩ টাকা) দিয়ে ফুলদানিটি তিনি কিনে নেন।তার কথায়,’‘বিক্রি করব এমনটা ভেবে কিন্তু কিনিনি।’ এরপর?ভিনসেন্ট জানান, ফুলদানির সবকিছু খুঁটিয়ে দেখতে গিয়ে এর তলায় লেখা ‘মুরানো’ ও ‘ইতালিয়া’ শব্দ দুটি তার নজরে আসে। এরপরই তিনি ওই দুই শব্দ নিয়ে কিছু পড়াশোনা করেন। সেই সূত্রে তিনি ফুলদানিটি বিক্রির সিদ্ধান্ত নেন।সম্প্রতি তিনি রাইট অকশন হাউসের মাধ্যমে এটি নিলামে তোলেন। অবিশ্বাস্য দাম ওঠে।১ লাখ ৭ হাজার ১০০ মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় ধরলে প্রায় ৮৯ লক্ষ টাকা।মার্কিনি নন, ইউরোপের একজন মার্কিনি নন, নাগরিক ভিনসেন্টের ৩৩৩ টাকার ফুলদানিটি প্রায় ৮৯ লক্ষ টাকায় কিনেছেন।এ প্রসঙ্গে ভিনসেন্ট বলেন, ‘আমার সব সময়ই মনে হয়েছে,আমার দেখার চোখ আছে।আমি অবাক হয়েছি, আমার আগে কেন এমন মহার্ঘ একটা ফুলদানি কারও নজরে পড়ল না !’গুডউইল অব সেন্ট্রাল অ্যান্ড কোস্টাল ভার্জিনিয়ার মুখপাত্র লরা ফাইসন বলেন, ‘প্রতিটি স্টোরে গড়ে প্রতিদিন দুই হাজার নতুন পণ্য আসে।এই ফুলদানিটি সম্ভবত সম্প্রতি এসেছিল। আসলে ওই ফুলদানিটি ছিল গ্লাস আর্টের।’ভিনসেন্ট গত জুনে ফুলদানিটি কেনার পর ফেসবুকে গ্লাস আর্টের গ্রুপে এটির ছবি পোস্ট করেন। ফুলদানিটি ভেনিসের শিল্পকর্ম।ত্রয়োদশ শতাব্দী থেকে ভেনিস এই শিল্পের জন্য বিখ্যাত।ফুলদানিটি বিখ্যাত কাচের কোম্পানি ভেনিনির তৈরি।নকশা করেছিলেন ইতালীয় স্থপতি কার্লো স্কারপা।তিনি ১৯৭৮ সালে মারা যান। ফেসবুকে ভিনসেন্টের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘এগুলো খুবই বিরল।এ ধরনের জিনিস যিনি সংগ্রহ করেন, তিনি অবশ্যই এটি পছন্দ করবেন। কিন্তু বেশির ভাগ মানুষেরই এসব কেনার ক্ষমতা থাকে না।’এরপর ভিনসেন্ট শিকাগোর রাইট অকশন হাউসের প্রেসিডেন্ট রিচার্ড রাইটের সঙ্গে যোগাযোগ করেন।তাকে ই-মেইল করেন।রাইট বলেন, ‘আমি ই-মেইলটা দেখেই বুঝতে পেরেছি, এটি কী ও কতটা বিরল।’বিংশ শতাব্দীর মাঝামাঝি ইতালীয় গ্লাস নকশাকারদের মধ্যে স্কারপা ছিলেন সবচেয়ে প্রথিতযশা। তিনি ১৯৪২ সালে একটি সিরিজ তৈরি করেছিলেন,এই ফুলদানিটি সেই সিরিজেরই একটি।
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…