৩ দলের সম্মিলিত শক্তির মহড়া দেখে কম্পিত বিরোধীরা: মানিক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার মিলিত শক্তির মহড়া দেখে বিরোধী শিবিরে কম্পন শুরু হয়ে গেছে।তিনটি দলের পতাকা একসাথে উড়ছে -এই দৃশ্য প্রমাণ করে দিয়েছে মানুষ তাদের সঙ্গেই রয়েছে। এই অবস্থায় বিজেপি প্রার্থীদের জয় ১০০ ভাগ নিশ্চিত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়ও নিশ্চিত। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার পর শিক্ষা ভবন সংলগ্ন স্থানে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনই বলেন মুখ্যমন্ত্রী

ডা. মানিক সাহা।সমাবেশ মঞ্চে মুখ্যমন্ত্রী ডা.সাহার সাথে ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ শীর্ষস্থানীয় নেতত্ব।
মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, আজ সত্যিই একটা আনন্দের দিন।একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আইপিএফটি ও তিপ্রা মথার পতাকা উড়ছে।আর এই অপূর্ব দৃশ্য দেখে বিরোধীরা শংকিত।যা এ দিনের সমাবেশ থেকে স্পষ্ট হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন,চারিদিকে এখন রামময় হয়ে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম রাজত্ব তৈরি করেছেন।আর প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা রয়েছে।
সভায় মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন,এ দিন তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।নির্বাচনে তাদের জয় ১০০ শতাংশ নিশ্চিত।এই জয় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি ৩৭০ আসনের টার্গেট দিয়েছেন।কিন্তু এই সংখ্যা ৪০০ অতিক্রম করবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এর পাশাপাশি সহযোগী দলগুলিও রয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের বর্তমান সরকার সর্বদা মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে।জনগণের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি দলীয় কর্মীদের ঘরে ঘরে যেতে বলেছেন।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আরও বলেন,আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ের বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী এবং আগামীকাল সবাই মিলে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার মনোনয়ন জমা দেবেন।সেই সময় কর্মী সমর্থকদের সংখ্যাও আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী।এ দিন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেন, ত্রিপুরার দুটি আসনে বিজেপি প্রার্থীগণ বিপুল ভোটে জয়ী হবেন।এ নিয়ে তার কোনও সন্দেহ নেই।হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, নিশ্চিতভাবেই বিজেপি প্রার্থীদের জয় হবে। একযোগে এগিয়ে যাবে হরিয়ানা এবং ত্রিপুরা।

তিপ্রা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, মহাভারতের সময় থেকে ত্রিপুরা এবং হরিয়ানার সম্পর্ক ছিল।পরস্পরের প্রতি সম্মান ও সম্পর্ক আগামীদিনেও অব্যাহত থাকবে।তিনি বলেন,পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে আন্তরিকভাবে সমর্থন জানাতেই তিনি এই মঞ্চে এসেছেন।শ্রীদেবের জনজাতিদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বড় ব্যবধানে জয় পাবেন।পূর্ব আসনেও বড় জয় আসছে। দিল্লীতে বিজয়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীদেববর্মণ বলেন,উন্নয়ন চাইলে রাজ্যবাসীকে সঠিক রাস্তা বেছে নিতে হবে।মিছিল ও নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা,বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিজেপি শীর্ষ নেতৃত্ব। তিন দলের প্রচুর সংখ্যক নেতা কর্মী মিছিলে অংশগ্রহণ করে।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

11 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

11 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

11 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

12 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

12 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

13 hours ago