নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
৩-১ সেমিফাইনালে জয়ী বিজেপি
দৈনিক সংবাদ অনলাইন।। চার কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই তিন কেন্দ্রে জয়ী হলো বিজেপি। আর একটি আসন গেলো কংগ্রেসের দখলে। ৮নং টাউন বড়দেওয়ালী কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি তার নিকটতম প্রতিদন্ধী কংগ্রেস প্রার্থী আশিষ কুমার সাহাকে ৬০১৪ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন।
৬ং আগরতলা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। তিনি তার নিকটতম প্রতিদন্ধী বিজেপি প্রার্থী ডঃ অশোক সিনহাকে ৩১৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন। ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটি সিপি আই এম থেকে ছিনিয়ে নিয়েছে শাসকদল বিজেপি।
ঐ কেন্দ্রে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দসিপি আই এমের শৈলেন্দ্রচন্দ্র নাথকে ৪৫৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন। ৪৬ সুরমা তপশিলী সংরক্ষিত আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস (পাল)। তিনি তার নিকটতম প্রতিদন্ধী তিপ্রামথার বাবুলালসতনামীকে ৪৫৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছে।
তাপর্যপুর্ণ বিষয় হচ্ছে সুরমা কেন্দ্রে সিপিএম কে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামথা।