৪০ কোটি ব্যয়ে নির্মিত হবে ডিটিও অফিস ও মোটরস্ট্যাণ্ড: পরিবহণমন্ত্রী।।

 ৪০ কোটি ব্যয়ে নির্মিত হবে ডিটিও অফিস ও মোটরস্ট্যাণ্ড: পরিবহণমন্ত্রী।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সাতাশ
বছর পর ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে দিল্লীতে সরকার প্রতিষ্ঠিত করেছে। দিল্লীর সচেতন বিচক্ষণ মানুষ ধরাশায়ী করে দিয়েছে আম আদমি পার্টিকে। ইন্ডিয়া জোট নিশ্চিহ্ন। রাজ্যে যারা উঁকিঝুঁকি মারছে মানুষকে ভুল পথে পরিচালিত করছে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করছে ওই দলগুলি দিল্লী ও রাজ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। রবিবার ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মণ্ডলের উদ্যোগে জিরানীয়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আয়োজিত সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন খাদ্য, পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লীবাসীও ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত করে ইন্ডিয়া জোটকে নিশ্চিহ্ন করে দিয়েছে।রাজ্যেও রাজনৈতিকভাবে সিপিএমকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, সিপিএমের নীতি নেই। নেই তাদের দেশের প্রতি প্রেম, ভালোবাসা। এই দল হিংসায় বিশ্বাস করে। জোরজুলুম ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল এই দল। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি রয়েছে, রয়েছে রাষ্ট্রের প্রতি কর্তব্যবোধ।মন্ত্রী দিল্লীর পাশাপাশি এ রাজ্যেও ইন্ডিয়া জোট একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর থেকে রাজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জনমুখি যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী জানান, আগামী বারো ফেব্রুয়ারী জিরানীয়া মহকুমাশাসক কার্যালয় সংলগ্ন মাঠ থেকে পরিবহণ দপ্তরের অধীন প্রায় চল্লিশ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার হাত ধরে রাজ্যের নানা স্থানে কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠান হবে জিরানীয়া থেকে। এই শিলান্যাস অনুষ্ঠানকে সফল করার জন্য এ দিন সাংগঠনিক বৈঠকে মন্ত্রী দলীয় কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি আগামীদিনে দলের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমুখি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্যও কী কী করণীয় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, বারো ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার হাত ধরে যেসমস্ত প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস হবে প্রকল্পগুলো হলো জিরানীয়ায় অত্যাধুনিক মোটরস্ট্যান্ড, খোয়াই জেলা পরিবহণ অফিস, দক্ষিণ জেলা পরিবহণ অফিস, খোয়াইয়ে পার্কিং জোন, মেলাঘর ও জোলাইবাড়িতে মোটরস্ট্যান্ড। এ দিন সাংগঠনিক বৈঠকে ছিলেন মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী, জিরানীয়া নগর পঞ্চায়েত চেয়ারম্যান রতন দাস, মণ্ডল নেতা পার্থসারথি সাহা সহ অন্যরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.