৪০ লক্ষ টাকায় সোনার দাঁত বিক্রি সুরাত স্বর্ণকারের
যদি আপনি প্রাচীন মিশরে বাস করতেন, তাহলে আপনার দাঁতের পাটি হয়তো সোনার হত। ১৯১৪ সালে একটি মিশরীয় সমাধি থেকে ইজিপ্টোলজিস্ট বা মিশরবিদ হেরমান জুনকের আবিষ্কার করেন যে তাদের দুটি দাঁত সোনার তার দিয়ে যুক্ত থাকত। সেই সঙ্গে প্রমাণিত হয়; মিশরীয়রাই প্রথম যারা সম্ভবত দন্ত চিকিৎসাকে পেশা হিসাবে নিয়েছিল। ফ্যারাওদের চিকিৎসকরা দাঁতের পুনর্গঠনের কাজে সাথে অপরিচিত ছিলেন না। এক্ষেত্রে তিনটি প্রমাণ পাওয়া যায়। যেখানে;একটি বা একাধিক হারানো দাঁতের ক্ষেতে সোনা বা রূপোর তার দিয়ে পাশের দাঁতগুলির সঙ্গে দাঁতের সেতু তৈরি করে যুক্ত করা হয়েছে। যদিও, বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে অনিশ্চিত যে এই কাজগুলি রোগীর জীবিতকালীন অবস্থায় হত নাকি মৃত্যুর পরে তাদের পরিপাটি করে সাজানোর জন্য, সমাধিস্থ করার পূর্বে হত।সাড়ে চার হাজার বছরে ফ্যারাওদের দাঁতে যে ধরনের সোনায় বাঁধানো মাড়ি পাওয়া গিয়েছিল এবার ঠিক সেই ধরনের মাড়ি বিক্রি হচ্ছে সুরাতে। দন্ত চিকিৎসায় সোনার ব্যবহার আজকের দিনেও তাৎপর্যপূর্ণ, বিশ্ব স্বর্ণ কাউন্সিলের অনুযায়ী, ২০১৯ সালে আনুমানিক ৩০ টন সোনা দাঁতের চিকিৎসায় বার্ষিক খরচ হয়েছিল।এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জন্য বিশেষজ্ঞরা বলছেন; ‘সোনা দীর্ঘায়ু, কার্যকারিতা, নন্দনতত্ব এবং জৈব উপযুক্ত। একই সঙ্গে উৎপাদন কাজের সাথে দন্তচিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ; দন্ত পুনঃস্থাপন প্রক্রিয়ার অনুকূল উপাদান হল উচ্চ- সোনার সংকর।’ তড়িৎলেপন অর্থাৎ ইলোক্ট্রোফর্মিং প্রযুক্তিতে খাঁটি সোনার সঙ্গে পারদকে মিশিয়ে ভবিষ্যতের গবেষণার জন্য নতুন দিগন্ত তৈরি করা হয়েছে।কিন্তু দন্ত পুনঃস্থাপনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশের জন্য তড়িতলেপিত খাঁটি সোনা খুবই নরম থাকে আর তার ব্যবহার হয় সীমাবদ্ধ পদ্ধতিতে।ক্রাউন এবং ক্যাপ যদিও যথেষ্ট হালকা আর সোনা বেশি পরিমাণ লাগে না,কঠিন সোনার দাঁত সোনার সংকরে তৈরি হয় যার মধ্যে প্রায় ৬৬ শতাংশ বা ১৬ ক্যারেট সোনা থাকে আর প্রতিটির প্রায় ৩ গ্রাম ওজনের।হিপ হপ সংস্কৃতিতে, দাঁতের গ্রিলগুলিকে সিলিকন ডাই ব্যবহার করে ক্রেতার দাঁতের আকৃতিতে মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে। আশির দশকে নিউইয়র্কের শিল্পীদের মধ্যে – ফ্যাশান প্রচলন হিসাবে শুরু হয়েছিল সোনার দাঁত এবং ক্রমে তা পশ্চিমী দুনিয়ায় জনপ্রিয়তা পায়। দাঁত যে সোনা- ব্যবহার করা হয় তার থেকে বিশুদ্ধ সোনা খুব বেশি নরম। তাই খাদের পরিমাণ বাড়িয়ে এর ক্যারেটের মাত্রাকে কমিয়ে দেওয়া হয়। ফলে সোনার স্থিতিশীলতার মান অনেকটাই বৃদ্ধি পায়।১৬ ক্যারেট সোনার ১ গ্রামের দাম প্রায় ভারতীয় মুদ্রায় ৪১৩০ টাকা। এখন আপনার যদি সবকটি দাঁত পড়েও যায় তাহলে চিন্তা করার কিছুই নেই। ৩২ টি দাঁতই আপনি হীরে দিয়ে বাঁধিয়ে নিতে পারেন। আর এর জন্য খরচ হতে পারে ২৫ লক্ষ টাকা। শুধু দাঁত কেন প্রয়োজনে মাড়িটিও আপনার সোনার হতে পারে।অবশ্যই এর জন্যে গ্যাটের কড়ি আরেকটু বেশি খসবে। খরচ পড়বে ৪০ লক্ষ টাকা।