৪০ হাজার মেট্রিকটন ধান কিনবে খাদ্য দপ্তর: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চলতি মরশুমে কৃষকদের কাছ থেকে ২১ টাকা ৮৩ পয়সা সহায়ক মূল্যে চল্লিশ হাজার মেট্রিকটন ধান ক্রয় করবে খাদ্য দপ্তর। ধান চাষ করে কৃষকরা যাতে লাভবান হন সেলক্ষ্যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্য সরকার সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় শুরু করে। প্রতি বছর ধানের সহায়ক মূল্য বাড়ানোর পাশাপাশি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের পরিমাণও বাড়ানো হচ্ছে। কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের খাদ্য দপ্তর প্রতি বছরই সহায়ক মূল্য বাড়িয়ে ধান ক্রয় করছে। চলতি মরশুমেও খাদ্য দপ্তরের ধান ক্রয়ের প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমার চল্লিশটি স্থানে ক্রয় করা হবে ধান।

ধান ক্রয়ের প্রস্তুতি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিতে বুধবার বিকালে সচিবালয়ের ২ নং কনফারেন্স হল ঘরে প্রতিটি মহকুমাশাসক, কৃষি তত্ত্বাবধায়ক, খাদ্য দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে রাজ্য সরকার। দেশে ও রাজ্যে খাদ্য শস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মরশুমেই ধান ক্রয় করা হচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে এবছরও প্রতিটি জেলা ও মহকুমাকে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ধান বিক্রির সময় কৃষকরা যেন কোনওভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখার জন্য ভিডিও কনফারেন্সে উপস্থিত আধিকারিকদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, একজন কৃষকও যেন ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে। গোটা প্রক্রিয়াটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য ভিডিও কনফারেন্সে উপস্থিত আধিকারিকদের খাদ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্য আধিকারিক।

Dainik Digital

Recent Posts

ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…

17 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া, মামলা প্রত্যাহার!তদন্ত ঘিরে প্রশ্ন,ক্ষুব্ধ কর্মীদের নালিশ দিল্লীতে!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অফিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ।বিশ্ববিদ্যালয়ের প্রায়…

18 hours ago

কাব্যলোকের বর্ষবিদায় ও বর্ষবরণ!!

অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…

2 days ago

নয়া স্ট্র্যাটেজিতে কংগ্রেস!!

গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…

2 days ago

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

3 weeks ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

3 weeks ago