৪১৪ চিকিৎসক সহ ৪৬৯ পদে নিয়োগ করছে সরকার: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ও রাজ্যবাসীকে সহজেই নিজ নিজ এলাকায় চিকিৎসা করানোর সুযোগ সম্প্রসারণে বিভিন্ন স্তরের চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।তাছাড়াও অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর এবং খাদ্য দপ্তরের কাজকে স্বাভাবিক রাখতেও বিভিন্ন স্তরের কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, সাব্রুম আইসিপি এবং আগরতলা এমবিবি এয়ারপোর্টে ইমিগ্রেশন চালুর সুবিধার্থেও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার মহাকরণে
সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান খাদ্য, পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী জানান, গত ১৩ জুন এবং ১৫ জুন দুইদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন স্তরের চিকিৎসক অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর এবং খাদ্য দপ্তরে সাব-ইনস্পেক্টর ও খাদ্য দপ্তরে ফুড সাব-ইনস্পেক্টর মিলে ৪৬৯টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।মন্ত্রী শ্রী চৌধুরী জানান, মন্ত্রিসভার বৈঠকে যে ৪৬৯টি পদের নিয়োগের সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২২৬ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (গ্রেড-৪), ১৬টি সুপার স্পেশালিটি মেডিকেল অফিসার (গ্রেড-৩), ১৭২ জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার (গ্রেড-৪) এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের অধীনে ৪৯ জন সাবঅফিসার (গ্রুপ-সি) পদে লোক নিয়োগ করা হবে।এই সবগুলি পদে লোক নিয়োগ প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে।এছাড়াও খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধীনে ৬ জন ফুড সাব-ইনস্পেক্টর (গ্রুপ-সি) পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এই ছয়টি পদের নিয়োগ প্রক্রিয়া জেআরবিটির মাধ্যমে সম্পন্ন করা হবে।
সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারের পরামর্শে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, সাক্রম আইসিপি ও আগরতলা এমবিবি এয়ারপোর্টের ইমিগ্রেশন চালু করার সুবিধার্থে রাজ্যের অবসরপ্রাপ্ত ৬৭ জন পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

23 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

23 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

24 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

24 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

24 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago