অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন । রাজ্যের চারটি কেন্দ্রে ভোট হবে আগামী ২৩ জুন । নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ৩০ মে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৬ জুন । মনোনয়ন পরীক্ষা হবে ৭ জুন । মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৯ জুন । ভোটগ্রহণ হবে ২৩ জুন ৷ ভোটগণনা হবে ২6জুন । নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে ২৮ জুন । নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরার চারটি কেন্দ্রের সাথে একই সাথে পাঞ্জাবের ১ টি , উত্তরপ্রদেশের ২ টি , অন্ধ্রপ্রদেশের ১ টি , দিল্লীর ১ টি এবং ঝাড়খণ্ডের ১ টি কেন্দ্রেও উপনির্বাচন হবে । রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নানা জল্পনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল নানা কারণে । সবকিছু চূড়ান্ত করে নেওয়ারপরও উপনির্বাচন নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছিল । নানা মহল থেকে নানা সম্ভাবনার কথা উঠে আসছিল । কারোর মতে রাজ্য বিধানসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসা হবে । তাই উপনির্বাচন হবে না । অনেকের আবার ভিন্ন মত ছিল ।
আজ সব জল্পনা ও অনিশ্চয়তা দুর হয়েছে । শুধু তাই নয় , রাজ্যের বিধানসভা নির্বাচন যে নির্ধারিত সময়ে অর্থাৎ ২০২৩ – এর ফেব্রুয়ারী মার্চে হবে সেটাও আজ একপ্রকার স্পষ্ট হয়ে গেছে । রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী গতকাল দিল্লী যাওয়ার আগে উপনির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন । বলেছিলেন তিনি নিজেই উপনির্বাচনে লড়াই করবেন । এমনিতেই পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ডা . সাহাকে ছয় মাসের মধ্যে বিধানসভার সদস্য হিসেবে ভোটে জয়ী হয়ে আসতে হতো । তার এই ছয়মাস আগামী নভেম্বর মাসের ১৫ তারিখ শেষ হয়ে যেতো । ফলেবিধানসভার ভোট এগিয়ে ডিসেম্বরে আনা হলেও রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হতো । এখন আর সেই সঙ্কট তৈরি হওয়ার সম্ভাবনা নেই । প্রয়োজন হলে নির্বাচন কমিশন ডিসেম্বরেও গুজরাট ও হিমাচলপ্রদেশের সাথে ত্রিপুরার ভোট করতে পারে । নতুবা নির্ধারিত নাগাল্যাণ্ড সময় মেঘালয়ের সাথেও করতে পারে । দুটো রাস্তাই খোলা আছে । শাসক দল বিজেপি অবশ্য উপনির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল । প্রার্থীপদও চূড়ান্ত করে রেখেছে । প্রধান বিরোধী দল সিপিএমও প্রস্তুতি নিয়ে রেখেছে । যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে , এর মধ্যে দুটি কেন্দ্র অর্থাৎ আগরতলা এবং টাউন বড়দোয়ালী কেন্দ্রের দুই জয়ী প্রতিনিধি বিধায়ক পদ থেকে পদত্যাগ করে কংগ্রেস দলে শামিল হয়েছেন । ধারণা করা হচ্ছে , ওই দুই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে তারাই প্রার্থী হবেন । ফলে , উপনির্বাচন যে টানটান উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং হতে চলেছে এ নিয়ে কোনও সন্দেহ নেই ।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন মানচিত্রে জিরানীয়া মহকুমা এমএন কলোনিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…
অনলাইন প্রতিনিধি :-সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের জল বিভাজিকা প্রকল্পের মধ্য দিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামটিকে কৃষির উন্নয়নের স্তরে…
ভয়ংকর হারে রাজ্যে বাড়ছে বেকার। সেই তুলনায় নিয়োগ নেই।এই অভিযোগ বোম ছাত্র সংগঠনের।ভয়ংকর তথ্য তুলে…
অনলাইন প্রতিনিধি :-বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর!…
অনলাইন প্রতিনিধি :-হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে।…