রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার পর্যন্ত মোট আটটি মনোনয়নপত্র জমা পড়েছে । এর মধ্যে সিপিআই ( এম ) দলের তিনটি , ফরোয়ার্ড ব্লকের একটি , তৃণমূল কংগ্রেস দলের দুটি , আমরা বাঙালী দলের একটি এবং এসইউসিআই দলের একটি । ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার পরদিনই ৩১ মে সুবিশাল মিছিল নিয়ে প্রথম মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৬ সুরমা তপশিলি সংরক্ষিত কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই ( এম ) প্রার্থী অঞ্জন দাস । দুই জুন সুরমা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন আমরা বাঙালী প্রার্থী প্রাণেশ দাস । আজ শুক্রবার সর্বাধিক ছয়টি মনোনয়ন জমা পড়েছে । শুক্রবার সুসজ্জিত মিছিল করে ৫৭ যুবররাজনগর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই ( এম ) প্রার্থী শৈলেন্দ্ৰ চন্দ্ৰ নাথ মনোনয়ন জমা দিয়েছেন । ৬ নং আগরতলা কেন্দ্রে শুক্রবার দুজন প্রার্থী এবং ৮ নং টাউন বড়দোয়ালি কেন্দ্রে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন । এদিন ৬ নং আগরতলা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই ( এম ) প্রার্থী কৃষ্ণা মজুমদার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব । ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন বামফ্রন্ট মনোনীত ফরোয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার , তৃণমূল কংগ্রেস প্রার্থী নীল কমল সাহা এবং এসইউসিআই প্রার্থী শিবানী ভৌমিক।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বামফ্রন্ট ও তৃণমূল দুই দলের পক্ষ থেকেই রাজধানীতে মিছিলের আয়োজন করা হয় । বাম প্রার্থীদের মনোনয়নকে কেন্দ্র করে প্রথমে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় । সেখান থেকে দুই প্রার্থীকে সামনে রেখে সুবিশাল মিছিলের মাধ্যমে শহরের কয়েকটি পথ পরিক্রমা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করে । অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আজ শহরে মিছিল করা হয় । দুই প্রার্থীর মনোনয়নকে সামনে রেখে ঘাসফুল শিবিরও আজ নিজেদের শক্তির পরীক্ষা দিয়েছে । মিছিলে ছিলেন দলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক , তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সহ অন্যরা । ধর্মনগর প্রতিনিধির সংযোজন : শুক্রবার বেলা একটা নাগাদ ধর্মনগরের রাজপথে শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রার্থীকে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেয় সিপিআই ( এম ) দল । এই মিছিলে পা মেলান প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বিজিতা নাথ , বিধায়ক ইসলাম উদ্দিন , জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ দলের অন্যান্য নেতা নেত্রী সহ কর্মী সমর্থকরা । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সম্পাদক অমিতাভ দত্ত জানান , ৫৭ যুবরাজ নগর কেন্দ্রের প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের সমর্থনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচির অঙ্গ হিসাবে যুবরাজ নগরের হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থক মিছিলে পা মিলিয়েছেন । জয়ের ধারাবাহিকতাকে অটুট রাখতে তারা সকলে ঝাঁপিয়ে পড়েছেন । বিজেপি দলের তীব্র সমালোচনা করে তিনি বলেন , জঙ্গলের রাজত্ব থেকে এই রাজ্যকে মুক্ত করতে চাইছেন রাজ্যের মানুষ । যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়েছে । যুবরাজনগরে লাল ঝান্ডার জয়ের যে ধারা তাকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে । আরও বেশি মানুষকে সংগঠিত করে , আগামী নির্বাচনে সমস্ত বাধা অতিক্রম করে , গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোট নিজে প্রয়োগ করে শৈলেন্দ্র নাথকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…